বন্দরে সড়ক দুর্ঘটনায় দুই মোটরসাইকেল আরোহী নিহতের ঘটনায় মামলা
বন্দরে সড়ক র্দূঘটনায় দুই মোটরসাইকেল আরোহী মামাত ও ফুফাত ভাই নিহতের ঘটনায় থানায় মামলা দায়ের হয়েছে। এ ঘটনায় নিহত আমান উল্ল্যাহ চাচা আব্দুল করিম মিয়া বৃহস্পতিবার (১৩ জুলাই) বাদী হয়ে অজ্ঞাত নামা চালককে আসামী করে বন্দর থানায় এ মামলা দায়ের করেন। সড়ক র্দূঘটনায় নিহতরা হলেন বন্দর উপজেলার মদনপুর ইউনিয়নের পূর্ব কেওঢালা এলাকার মৃত মোদাচ্ছের মিয়ার ছেলে ফুফাত ভাই শিশির (২৮) ও একই উপজেলার ধামগড় ইউনিয়নের জাঙ্গাল এলাকার আমিনুল মিয়ার ছেলে মামাত ভাই আমান উল্ল্যাহ আমান (৩৫)। । এর আগে গত বুধবার (১২ জুলাই) বিকেলে সাড়ে ৩টায় বন্দর উপজেলার ঢাকা টু চট্রগ্রাম মহাসড়কে কেওঢালাস্থ অলেম্পিক বিস্কুট ফ্যাক্টরী বিপরীত পাশে চট্রগ্রাম গামী লেনে এ র্দূঘটনাটি ঘটে। ওই সময় পুলিশ র্দূঘটনা কবলিত স্থান থেকে ঢাকা মেট্রো ট ১১-৬১৩৩ নাম্বারের ঘাতক কাভার ভ্যান ও ঢাকা মেট্রো ল ৩৯-৭৯৬৩ নাম্বারের একটি এফজেড ৫ ভার্সন মোটর সাইকেলটি জব্দ করে। মামলার এজাহার সূত্রে জানা গেছে, বন্দর উপজেলার কেওঢালা এলাকার মৃত আব্দুল মোতালেব মিয়ার ছেলে মামলার বাদী আব্দুল করিম মিয়ার ভাতিজা আমান উল্ল্যাহ আমান ও জাঙ্গাল এলাকার আমিনুল হক মিয়ার ছেলে আমার ভাগ্নিা শিশির গত বুধবার (১২ জুলাই) বিকেল ৪টায় ঢাকা মেট্রো ল ৩৯-৭৯৬৩ নাম্বারের একটি এফজেড ৫ ভার্সন মোটর সাইকেল যোগে মদনপুর হইতে জাঙ্গালের উদ্দেশ্যে যাওয়ার সময় অলেম্পিক বিস্কুট ফ্যাক্টরী বিপরীত পাশে চট্রগ্রাম গামী লেন পাকা রাস্তার উপর আসলে ওই সময় ঢাকা মেট্রো ট ১১-৬১৩৩ নাম্বারের একটি কভার ভ্যানের অজ্ঞাত নামা চালক বেপরোয়া গতিতে চালিয়ে যাওয়ার সময় পিছন দিক থেকে স্বজোরে ধাক্কা মারলে রমাটর সাইকেল চালক ভাতিজা আমান উল্ল্যাহ ও ভাগ্নিা ভাগ্নিা শিশির মোটর সাইকেল থেকে ছিটকে পরে বর্নিত কভার ব্যানের চাকায় পৃষ্ট হয়ে ঘটনাস্থলে তাদের মৃত্যু হয়। র্দূঘটনার খবর পেয়ে কাঁচপুর হাইওয়ে থানার উপ-পরিদর্শক মোঃ আরিফসহ সঙ্গীয় র্ফোস দ্রুত ঘটনাস্থলে এসে মৃতদেহ দুইটি সুরুতহাল রির্পোট তৈরি র্দূঘটনা কবলিত কভার ভ্যান ও মোটর সাইকেলটি জব্দ করে। এ ঘটনায় নিহতের স্বজনরা সংশ্লিস্ট কাঁচপুর হাইওয়ে থানার বরাবর বিনা ময়না তদন্তে লাশ দাফনের অনুমতি চেয়ে আবেদন করলে সংশ্লিস্ট পুলিশ নিহতদের মৃতদেহ তাদের স্বজনদের কাছে হস্তান্তর করে।