বন্দর উপজেলা পরিষদের ২ বারের নির্বাচিত সাবেক চেয়ারম্যান আতাউর রহমান মুকুলের বাড়িতে পুলিশ অভিযান চালিয়েছে। ১১ জুলাই রাত সাড়ে ৮ টার দিকে বন্দর থানা পুলিশের একাধিক টিম তার বাড়িতে অভিযান চালায়। বিএনপির এ নেতার বাড়িতে পুলিশের অভিযানকে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন দলীয় নেতাকর্মীরা।

উল্লেখ যে, ১২ তারিখের বিএনপির মহাসমাবেশকে সফল করার লক্ষে মঙ্গলবার বিকেলে প্রস্তুতিমূলক সভা। নাসিক ২৩ নং ওর্য়াডস্থ কাবিলের মোড়স্থ আতাউর রহমান মুকুলের বাস ভবনে অনুষ্ঠিত সভাটি সন্ধ্যার পর শেষ হয়। সভা শেষ হওয়ার পর কোন কিছু বুঝে উঠার আগেই বন্দর থানা পুলিশের একাধিক টিম তার বাড়িতে অভিযান চালায়। তবে এ অভিযানে কোন গ্রেফতারের সংবাদ পাওয়া যায়নি। পুলিশের অভিযানকে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন বিএনপিসহ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।