বন্দরে ভিডিও দেখার প্রলোভন দেখিয়ে ১১ বছরের এক স্কুল ছাত্রীকে ডেকে নিয়ে ধর্ষনের ব্যার্থ চেষ্টার মামলায় নিবাশ সূত্রধর (৪৫)কে গ্রেপ্তার করেছে পুলিশ।
পুলিশ গ্রেপ্তারকৃতকে বুধবার (৩০ আগস্ট) দুপুরে নারী ও শিশু নির্যাতন মামলায় আদালতে প্রেরণ করেছে ।
গ্রেপ্তারকৃত নিবাশ সূত্রধর বন্দর থানার ২২নং ওয়ার্ডের গোপীনাথ মন্দির এলাকার মৃত ভোলা সূত্রধরের ছেলে। গত মঙ্গলবার (২৯ আগস্ট) রাতে ঢাকা গাজীপুর এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে পুলিশ।
যার মামলা নং- ৪০(৮)২৩ । এর আগে গত ১৫ আগস্ট রাত ৯টায় বন্দর থানার ২২নং ওয়ার্ডের গোপীনাথ মন্দির সংলগ্ন ধর্ষনের চেষ্টাকারি বসত ঘরে ওই ঘটনাটি ঘটে।
মামলার তথ্য সূত্রে জানা গেছে, কাঁচামাল ব্যবসায়ী নিবাশ সূত্রধর একই বাড়ি ১১ বছরের স্কুল ছাত্রীকে ভিডিও দেখার প্রলোভন দেখিয়ে তার বসত ঘরে ডেকে নিয়ে যায়। পরে নিবাশ সূত্রধর স্কুল ছাত্রীকে ইচ্ছার বিরুদ্ধে জোর পূর্বক ধর্ষনের ব্যার্থ চেষ্টা চালায়।
পরে স্কুল ছাত্রী বিষয়টি তার বড় বোনকে জানালে এ ঘটনায় ভ’ক্তভোগী স্কুল ছাত্রী পিতা বাদী হয়ে বন্দর থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করে।
এদিকে মামলার তদন্তকারি কর্মকর্তা এসআই আরিফ পাঠানসহ সঙ্গীয় র্ফোস গোপন সংবাদের ভিত্তিতে ঢাকা গাজীপুর এলাকায় অভিযান চালিয়ে ধর্ষনের চেষ্টাকারি নিবাশ সূত্রধরকে গ্রেপ্তার করতে সক্ষম হয়।