বন্দরে প্রেমে ব্যার্থ হয়ে শিখা আক্তার (১৭) নামে এক স্কুল ছাত্রী নিজ ঘরের আড়ার সাথে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করার খবর পাওয়া গেছে। রোববার (৯ জুলাই) রাতে যে কোন সময়ে বন্দর উপজেলার কলাগাছিয়া ইউনিয়নের হাজরাদী এলাকায় এ আত্মহত্যার ঘটনাটি ঘটে। আত্মহননকারি স্কুল ছাত্রী শিখা আক্তার উল্লেখিত এলাকার শাহিন সরদারের মেয়ে বলে জানা গেছে।
এদিকে নিহতের স্বজনরা আত্মহত্যার ঘটনাটি পুলিশে সংবাদ না জানিয়ে তড়িগড়ি করে স্থানীয় কবরস্থানে মৃতদেহটি দাফন সম্পর্ন করে।
নাম প্রকাশ না করার শর্তে স্থানীয় এলাকাবাসী গনমাধ্যমকে জানায়, কলাগাছিয়া ইউনিয়নের হাজরাদী এলাকার শাহীন সরদারের মেয়ে স্কুল ছাত্রী শিখা আক্তার অজ্ঞাত নামা এক ছেলের সাথে প্রেমের সম্পর্ক গড়ে তোলে। পরে প্রেম ঘটিত বিষয়টি স্কুল ছাত্রীর পিতা/মাতা জানতে পেরে বাধা দেয়। ওই ঘটনার জের ধরে গত রোববার যে কোন সময়ে নিজ ঘরের আড়াঁর সাথে গলায় ফাঁস লাগিয়ে গুরুত্বর আহত হয়। পরে বাড়ির স্বজনরা মুমুর্ষ অবস্থায় বন্দর স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক স্কুল ছাত্রীকে মৃত ঘোষনা করে। পরে আত্মহত্যার ঘটনাটি ধামাচাপা দেওয়ার জন্য তড়িগড়ি করে লাশ কৌশলে হাসপাতাল থেকে বাড়িতে এনে জানাযা শেষে স্থানীয় কবরস্থানে দাফন সম্পর্ন করে।
এ ব্যাপারে বন্দর থানার অফিসার ইনর্চাজ মোঃ আবু বকর সিদ্দিক জানান, আত্মহত্যা বিষয়টি আমার জানা নেই। এলাকাবাসীও বিষয়টি আমাদের অবগত করেনি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।
Like
Comment