বন্দরে শীতলক্ষ্যা সমবায় সমিতি সাধারণ মানুষের কোটি কোটি টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ
হাসেম মুন্সী জামে মসজিদ পঞ্চায়েত কমিটির  সুনামক্ষুন্ন করায় থানায় অভিযোগ করলেন জাকির হোসেন।

নারায়ণগঞ্জ  সিটি কর্পোরেশন নাসিক ২৪ নং ওয়ার্ড কামাল উদ্দিনের মোড় শীতলক্ষ্যা সমবায় সমিতি সাধারণ মানুষের কোটি কোটি টাকা হাতিয়ে নেওয়া ও হাসেম মুন্সী জামে মসজিদ পঞ্চায়েত কমিটির সুনামক্ষুন্ন করায় পঞ্চায়েত কমিটির কোষাধ্যক্ষ জাকির হোসেন থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।

বুধবার (১৯ এপ্রিল) জাকির হোসেন বাদী হয়ে ০৫ জন আসামীর নাম উল্লেখ করে বন্দর থানায় অভিযোগ দায়ের করেন।

অভিযুক্ত আসামির নাম ১.মাসুদ রানা (৪৫) পিতা: ইসলাম কাজী ২. খোকন (৪২) পিতা:মৃত সাহাজাদা ৩.রিজভী (৩২) পিতা:আবু মিয়া ৪.জহিরুল (৩৩) পিতা: মৃত শাজাহান ৫.নাসির পিতা:মৃত গোলাম মোস্তফা সর্ব সাং নবীগঞ্জ টি হোসেন রোড, বন্দর, নারায়ণগঞ্জ।

অভিযোগে উল্লেখ করা হয়েছে, নাসিক ২৪নং কামাল উদ্দিন মোড় হাসেম মুন্সী জামে মসজিদের সম্পত্তিতে শীতলক্ষ্যা সমবায় সমিতি নামক একটি প্রতিষ্ঠান মাসিক ভাড়ায় সমিতি পরিচালনা করে আসতেছে। গত ১৫/০৪/২০২৩ ইং তারিখ রাত আনুমানিক ০৯:০০ টার সময় উল্লেখিত আসামিরা সমিতির গরু আনার কথা বলিয়া সমিতির গ্রাহকদের টাকা নিয়ে পালিয়ে যায়। পরের দিন সকাল আনুমানিক ০৮:০০ টার সময় সমিতির দোকান ঘরে গেলে দেখতে পাই যে, সমিতির কিছু মালামাল দোকান ঘরে আছে এবং দোকান ঘরটি তালা বন্ধ অবস্থায় রয়েছে। প্রতিদিন সমিতি সদস্যরা মসজিদের দোকান ঘরের সামনে এসে সমিতির দোকানের মালামাল লুট করার জন্য একতাবদ্ধ হয় এখন মসজিদের কমিটি আমরা আর কোন উপায় না পেয়ে থানায় আসিয়া অভিযোগ করি।

নারায়ণগঞ্জ মহানগর আওয়ামী লীগ ২৪ নং ওয়ার্ড সদস্য, নবীগঞ্জ বাগ এ জান্নাত কবরস্থান উন্নয়ন কমিটি সাংগঠনিক সম্পাদক, বন্দর থানা ক্লাব লিমিটেড সদস্য ও হাসেম মুন্সী জামে মসজিদ পঞ্চায়েত কমিটির কোষাধ্যক্ষ মোঃ জাকির হোসেন জানান, আমাদের হাসেম মুন্সী জামে মসজিদের সম্পত্তির উপর এ-ই শীতলক্ষ্যা সমিতি’র অফিস ৫ থেকে ৭ হাজার সাধারণ মানুষের কোটি কোটি টাকা নিয়ে উধাও হয়ে গেছে উল্লেখিত আসামিরা, মূলত ভাবে মাসুদ রানা এ-ই সমবায় সমিতির হর্তাকর্তা ছিলো তবে এ-ই অপকর্মে আমাদের এলাকাসহ পঞ্চায়েতের সুমানক্ষুন্ন করেছে তা-ই আমি সকলের সঙ্গে পরামর্শ করে থানায় লিখিত অভিযোগ করছি। আমাদের বন্দর থানা ওসি মহোদয় এ-র কাছে অনুরোধ রহিলো এ-ই প্রতারক বাটপার দের আইনের আওতায় এনে কঠিন শাস্তি দাবি জানাই।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *