বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে বন্দরে সামাজিক সংগঠন ফিলফুল ফুযুল শান্তি সংঘের উদ্যোগে বৃক্ষরোপন কর্মসূচী পালন করা হয়েছে।
শুক্রবার ( ১৬ জুন) বিকেলে উপজেলার বন্দর ১নং খেয়াঘাট সংলগ্ন সংগঠনের কার্যালয়ের সামনে এ কর্মসূচীর আয়োজন করা হয়। এসময় বিভিন্ন ধরনের বনজো, ফলোদ ও ঔষধি গাছের চারা নদীরপাড়ে রোপন করা হয়।
এসময় উপস্থিত ছিলেন, হিলফুল ফুযুল শান্তি সংঘের পরিচালক রাকিবুল হাসান,সাধারণ সম্পাদনা নাজির ইসলাম, অর্থ সম্পাদক আলমগীর হোসেন, সুজন, কামরুল, বাপ্পি, মোস্তফা, প্রমুখ।
বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে সামাজিক সংগঠন হিলফুল ফুযুল শান্তি সংঘের বৃক্ষরোপণ কার্যক্রম সুন্দর ভাবে শেষ হয়। বৃক্ষ রোপন শেষে সংগঠনের সকলে তাদের ব্যক্তিগত মতামত পোষন করে। আর এরকম সব সামাজিক কাজ সহ সকল কাজ করার অঙ্গিকার রাখে।
