বন্দরে হেরোইনসহ নাজমা ও তানিয়া গ্রেপ্তার
বন্দরে ১ হাজার পুঁড়িয়া হেরোইনসহ ২ নারী মাদক সম্রাজীকে গ্রেপ্তার করেছে জেলা কাউন্টার টেরোরিজম ইউনিট। গ্রেপ্তারকৃতদের সোমবার (২১ আগস্ট) দুপুরে উল্লেখিত মাদক মামলায় আদালতে প্রেরণ করেছে সংশ্লিস্ট আইন প্রয়োগকারি সংস্থা। গ্রেপ্তারকৃত নারী মাদক কারবারিরা হলো বন্দর থানার ২১ নং ওয়ার্ডের সালেহনগর এলাকার মৃত মোক্তার হোসেন মিয়ার স্ত্রী চিহিৃত মাদক সম্রাজী নাজমা ওরফে নাজু (৪০) ও একই ওয়ার্ডের বন্দর শাহীমসজিদ এলাকার জুয়েল মিয়ার স্ত্রী তানিয়া আক্তার (২৮) । এর আগে গত রোববার (২০ আগস্ট) সন্ধ্যা পৌনে ৭টায় বন্দর থানার ছালেহনগরস্থ মালেক শিকদারের ৪র্থ তলা বসতবাড়ী সামনে বিশেষ অভিযান চালিয়ে এদেরকে গ্রেপ্তার করা হয়। হেরোইন উদ্ধারের ঘটনায় জেলা কাউন্টার টেরোরিজম ইউনিটের উপ-পরিদর্শক সুকান্ত দত্ত বাদী হয়ে বন্দর থানায় মাদক আইনে এ মামলা দায়ের করেন। যার মামলা নং- ৩৪(৮)২৩।
পুলিশ জানিয়েছে, গ্রেপ্তারকৃত দুই নারী মাদক ব্যবসায়ী নাজমা ওরফে নাজু ও তানিয়া র্দীঘ দিন ধরে ছালেহনগর ও বন্দর শাহীমসজিদসহ বিভিন্ন এলাকায় অবাধে ইয়াবা, হেরোইন ও গাঁজাসহ বিভিন্ন প্রকার মাদক ব্যবসা চালিয়ে আসছে। গত রোববার সন্ধ্যায় জেলা কাউন্টার টেরোরিজম গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ১ হাজার পুঁড়িয়া (৭০ গ্রাম) হেরোইনসহ উল্লেখিত দুই নারী মাদক কারবারিকে গ্রেপ্তার করতে সক্ষম হয়।