জাতীয় শিক্ষা সপ্তাহ – ২০২৩ উপলক্ষে নারায়ণগঞ্জে বন্দর উপজেলার শ্রেষ্ঠ শ্রেণি শিক্ষক নির্বাচিত হয়েছেন মো. হাবিবুর রহমান।
তিনি উপজেলার বন্দর ইউনিয়নের মিরকুন্ডী উচ্চক বিদ্যালয়ের সহকারী শিক্ষক।
উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ শ্রেণি শিক্ষক হাবিবুর রহমান ছাত্রজীবনে জগন্নাথ বিশ্ববিদ্যালয় থেকে পরিসংখ্যানে বি.এস.সি (অনার্স) এবং উওরা বিশ্ববিদ্যালয় থেকে গণিতে এম.এস.সি (মাস্টার্স) সম্পন্ন করেন।
২০১২ সালে তিনি মিরকুন্ডী উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক (আইসিটি) পদে যোগদান করেন।
এছাড়াও তিনি ICT4E ও মুক্তপাঠের জেলা এম্বাসেডর শিক্ষক হিসাবেও দায়িত্ব পালন করছেন।
শ্রেষ্ঠ শিক্ষক নির্বাচিত হওয়ায় তিনি গণমাধ্যম কে জানান, শ্রেষ্ঠ শিক্ষক নির্বাচিত হয়ে আমার দায়িত্ব ও কর্তব্য আরো বেড়ে গেলো। নিশ্চয়ই শিক্ষার্থীদের পাঠদানে কর্মস্পৃহা বাড়বে। এ সাফল্য ও আমার মেধা কাজে লাগিয়ে ভবিষ্যতে যেনো এ শিক্ষা প্রতিষ্ঠানের মুখ আরও উজ্জ্বল করতে পারি সে জন্য সকলের দোয়া ও সহযোগীতা কামনা করছি।