বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪২ তম শাহাদাত বার্ষিকী উপলক্ষ্যে বন্দরে তিনটি স্পটে দোয়া মাহফিল ও রান্না করা খাবার বিতরণ করা হয়েছে।
বন্দর উপজেলা স্বেচ্ছাসেবকদলের উদ্যোগে মঙ্গলবার (৩০মে) সকালে বন্দর ইউনিয়ন ও কলাগাছিয়া ইউনিয়ন এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
এসময় বন্দর ইউনিয়ন হাজী সাহেবের মোড় বন্দর উপজেলা স্বেচ্ছাসেবকদলের সভাপতি মোঃ মনির হোসেন, বন্দর উপজেলা স্বেচ্ছাসেবকদলের সাধারণ সম্পাদক জুয়েল আহমেদ ও বন্দর উপজেলা স্বেচ্ছাসেবকদলের আনোয়ার হোসেন, কলাগাছিয়া ইউনিয়ন সাবদী বাজার এলাকায় বন্দর উপজেলা স্বেচ্ছাসেবকদলের যুগ্ম আহ্বায়ক নূরুল ইসলাম ও সজল, কলাগাছিয়া ইউনিয়ন চুনাভূড়া এলাকায় বন্দর উপজেলা স্বেচ্ছাসেবকদলের যুগ্ম আহ্বায়ক আলতাফ হোসেন ও মোহাম্মদ হাসান উদ্যোগে দোয়া মাহফিল ও রান্না করা খাবার বিতরণের আয়োজন করা হয়।
শাহাদাত বার্ষিকী অনুষ্ঠানে বন্দর উপজেলা সাবেক চেয়ারম্যান ও মহানগর বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক আতাউর রহমান মুকুল ও মহানগর স্বেচ্ছাসেবকদলের সাবেক সভাপতি ও ২৩নং ওয়ার্ড কাউন্সিলর আবুল কাউসার আশা নিজে প্রতিটি স্পটে গিয়ে দোয়ায় অংশ নেন।
পরে বন্দর বন্দর ইউনিয়ন হাজী সাহেবের মোড়,কলাগাছিয়া ইউনিয়ন সাবদী বাজার, কলাগাছিয়া ইউনিয়ন চূনাভূড়া এসব স্পটে দোয়া মাহফিল ও রান্না করা খাবার বিতরণ করা হয়।
দোয়া মাহফিলে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং আরাফাত রহমান কোকোর আত্মার মাগফিরাত কামনা করা হয়। এছাড়া বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করে দোয়া করেন নেতৃবৃন্দ।
এসময় উপস্থিত ছিলেন বন্দর উপজেলা সেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক জনি আহমেদ, নাজমুল ইসলাম, সজীব, উজ্জ্বল, সাঈদ, জিপু, ইমরান, রিদয়, সানাউল্লাহ, নূরনবী, আশরাফুল, আকাশ আহামেদ বাছির, সাকিল, মহসিন,আফজাল, প্রমূখ।