বন্দর চোর ও ছিনতাইকারি সন্দেহে ৫ যুবককে আটক করেছে বন্দর ফাঁড়ী পুলিশ। আটককৃতদের শনিবার (১৫ এপ্রিল) দুপুরে ১৫১ ধারায় আদালতে প্রেরণ করেছে পুলিশ।

এর আগে গত শুক্রবার (১৪ এপ্রিল) রাতে বন্দর থানার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ওই ৫ যুবককে আটক করা হয়। আটককৃতরা হলো বন্দর কুমার পাড়া এলাকার দিনেশ বর্মনের ছেলে জনি বর্মন (৩০) একরামপুর এলাকার আব্দুল্লাহ মিয়ার ছেলে মোঃ হাসান ওরফে ঋৃতু (২৫) একরামপুর আকিজ গেইট সংলগ্ন এলাকার সোহেল পাটোয়ারী ছেলে করিম পাটুয়ারী (২৬) কদম রসুল এলাকার ইসমাঈল মিয়ার ছেলে শাহেন শাহ (২০) ও বন্দর র‌্যালী বাগান এলাকার মৃত বাসেদ মিয়ার ছেলে ইমন (৩৪)।

 

এলাকাবাসী জানিয়েছে, আসন্ন ঈদকে সামনে রেখে চোর ও ছিনতাইকারিরা বেপরোয়া হয়ে উঠেছে। প্রতিদিন বন্দরে বিভিন্ন পাড়া মহল্লায় চুরি ঘটনা অনেকাংশে বৃদ্ধি পেয়েছে।

 

থানা সূত্রে জানা গেছে,  বন্দর ফাঁড়ী উপ-পরিদর্শক মোঃ আরিফসহ সঙ্গীয় র্ফোস বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে চোর ও ছিনতাইকারি উল্লেখিত ৫ জনকে আটক করে। পরে তাদেরকে ১৫১ ধারায় আদালতে প্রেরণ করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *