নারায়ণগঞ্জ বন্দরে শীর্ষ গাঁজা সম্রাট মোঃ ইউনুছ আলী (৩৫), তার সহযোগী মোঃ মোফাজ্জেল হোসেন (৫৮) ও মোঃ সৈয়দ আহম্মেদ ওরফে সদু (৫০)’দেরকে ৫ কেজি ১’শ গ্রাম গাঁজাসহ গ্রেফতার করেছে বন্দর থানা পুলিশ। এসময় কৌশলে পালিয়ে যেতে সক্ষম হয় ধৃত ইউনুছের স্ত্রী সাথী আক্তার (২৮)।
সোমবার (১০ জুলাই) দিবাগত রাত সোয়া ১ টায় চৌধুরী বাড়ি এলাকা হতে তাদেরকে গ্রেফতার করা হয়।
গাঁজা উদ্ধারে নের্তৃত্বদানকারী অফিসার বাদী হয়ে গ্রেফতারকৃতদেরসহ ৪ জেনের বিরুদ্ধে গতকাল সকালে বন্দর থানায় মাদক আইনে মামলা দায়ের করেছে। যার মামলা নং- ১৩(৭)২৩, তাং- ১১/০৭/২৩ ইং, ধারা- ২০১৮ সনের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৬(১) সারণীর ১৯(খ)/৪১।
মামলা সূত্রে জানাগেছে, থানার সেকেন্ড অফিসার এস আই (নিঃ) সাইফুল আলম পাটোয়ারী সঙ্গীয় অফিসার ফোর্সসহ বন্দর থানার জি.ডি নং-৪৩৮, তারিখ – ১০/০৭/২০২৩ ইং মূলে থানা এলাকায় গ্রেফতারী পরোয়ানা তামিল, মাদকদ্রব্য উদ্ধার ও বিশেষ অভিযান পরিচালনা করা কালীন সময়ে বন্দর থানাধীন মদনগঞ্জ এলাকায় অবস্থানকালে রাত পৌনে ১ টায় বিশ্বস্থ সূত্রে সংবাদ পায় যে, বন্দর থানাধীন পুরান বন্দর চৌধুরী বাড়ী (ছালা পাগলা মাজারের পাশে) এলাকার ইউনুছের বাড়ীতে কতিপয় মাদক ব্যবসায়ী মাদকদ্রব্য ক্রয়-বিক্রয়ের জন্য অবস্থান করছে। বিষয়টি তাৎক্ষনিক মোবাইল ফোনে অফিসার ইনচার্জসহ উর্দ্ধতন কর্তৃপক্ষকে অবহিত করে উক্ত সংবাদের সত্যতা যাচাইয়ের লক্ষ্যে দ্রুত উল্লেখিত স্থানে পৌঁছালে পুলিশের উপস্থিতি টের পায়ে দৌড়দিয়ে পালানোর চেষ্টাকালে সঙ্গীয় অফিসার ও ফোর্সদের সহায়তায় আব্দুল মোতালেব এর ছেলে ইউনুছ আলী, তার সহযোগী একই এলাকার মৃত আঃ ওহাবের ছেলে মোফাজ্জল ও মৃত সামছুল হকের ছেলে সদুদের গ্রেফতার করতে সক্ষম হয়। এসময় ইউনুছ আলীর টিনসেড চৌচালা বসত ঘরের ভিতরে দক্ষিণ পার্শ্বের কক্ষ হতে ধৃত ইউনুছের দেখানো মতে একটি কাপড়ের ব্যাগের ভিতরে রক্ষিত নীল রংয়ের পলিথিনের মধ্যে হতে ৫ কেজি ১’শত গ্রাম গাঁজা (মূল্য ১ লাখ ২ হাজার টাকা) উদ্ধার করে।
মামলা সূত্রে আরও জানাযায়, ধৃতরা সহ পলাতক মোসা: সাথী আক্তার পরস্পর যোগসাজসে কুমিল্লা বর্ডার এলাকা হতে মাদকদ্রব্য গাঁজা এনে বন্দর থানা এলাকাসহ আশপাশের এলাকায় পাইকারী ও খুচরা দরে গাঁজা বিক্রি করত। তারা গাঁজা ব্যবসায়ী। তারা গাঁজা বিক্রয় করে অত্র এলাকার যুব সমাজকে ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছে। ধৃত ইউনুছ আলীর বিরুদ্ধে বন্দর থানায় দায়ের হওয়া আরও ৭ টি মাদক, ২ টি চুরি ও ১ টি নারী শিশু নির্যাতন মামলা বিচারাধীন রয়েছে।
গ্রেফতারকৃতদের গতকাল দুপুরে আদালতে প্রেরণ করেছে থানা পুলিশ।
