নারায়ণগঞ্জ বন্দরে মাদক ব্যবসায়ী সজল (২৫)’কে ৫০ পিস ইয়াবা ট্যাবলেটসহ গ্রেফতার করেছে থানা পুলিশ।
বৃহস্পতিবার (৬ জুলাই) রাত সাড়ে ৯ টায় সালেহনগর এলাকা হতে তাকে গ্রেফতার করা হয়। এ ঘটনায় উদ্ধার অভিযানে নেতৃত্ব দানকারী অফিসার থানার এস আই (নিঃ) মোঃ শওকত আলী বাদী হয়ে ধৃতর বিরুদ্ধে বন্দর থানায় মাদক আইনে মামলা দায়ের করেছে। যার মামলা নং- ৬(৭)২৩, তাং-০৭/০৭/২৩ ইং, ধারা- ২০১৮সনের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৬(১) স্বারণির ১০(ক)।
মামলা সূত্রে জানাগেছে, বৃহস্পতিবার বন্দর থানার জি.ডি নং-২৫৮, তারিখ-০৬/০৭/২৩ ইং মূলে থানার এস আই (নিঃ) মোঃ শওকত আলীসহ সঙ্গীয়ফোর্স থানা এলাকায় গ্রেফতারী পরোয়ানা, মাদক উদ্ধার ও বিশেষ অভিযান পরিচালনা করাকালীন বন্দর থানাধীন বন্দর রেল লাইন অবস্থানকালে রাত ৯ টায় গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, বন্দর থানাধীন সালেহনগর সাকিনস্থ জালাল মিয়ার বাড়ির সামনে পাকা রাস্তার উপর মাদক ক্রয় বিক্রয় হইতেছে। বিষয়টি অফিসার ইনচার্জকে অবহিত করে সংবাদের সত্যতা যাচাইয়ের লক্ষে সঙ্গীয় ফোর্সসহ দ্রুত ঘটনাস্থলে উপস্থিত হলে পুলিশের উপস্থিতি টের পেয়ে দৌড়ে পালানোর চেষ্টাকালে একই এলাকার মোঃ সামছুদ্দিনের ছেলে সজলকে গ্রেফতার করে। উপস্থিত সাক্ষীদের সামনে সজল এর দেহ তল্লাশী করে তার পরিহিত প্যান্টের ডান পকেট হতে একটি কালো রংয়ের জিপারের মধ্যে রক্ষিত ৫০ (পঞ্চাশ) পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে।
গ্রেফতারকৃতকে গতকাল দুপুরে আদালতে প্রেরণ করেছে থানা পুলিশ।