নাসিক ২৩নং ওয়ার্ডের নবীগঞ্জ কবিলার মোড় এলাকায় রাস্তা দখল করে অবৈধ ভাবে মেলা বসানোর অভিযোগ উঠেছে স্থানীয় প্রভাবশালী একটি মহলের বিরুদ্ধে।
সরেজমিনে গিয়ে দেখা গেছে, নাসিক ২৩নং ওয়ার্ডের দুই লেনের রাস্তার এক পাশে সড়কে দোকান ঘর করে মেলা বসানো হয়েছে। এতে করে জনসাধারণের চলাচলে বিঘ্ন সৃষ্টি করা হচ্ছে।
মেলার দোকানী বলেন, দুই দিন ধরে মেলা শুরু হয়েছে। এই এলাকার বড় ভাই সৌরভ ভাই বলেছে যতদিন মনে চায় ততদিন পর্যন্ত চালাতে পারবো কোন সমস্যা নেই, আমরা তার সহযোগিতায় মেলা বসিয়েছি।
স্থানীয় প্রশাসনের বিষয় জানতে চাইলে খেলনা দোকানী জানায়, এটা কি বলবে এর আগে করলাম একরামপুর কই কিছু কি হয়েছে?।
নাম প্রকাশ না করার শর্তে জানান, এ-ই মেলা পুলিশকে ম্যানেজ করে মেলা আয়োজকদের ৬০ হাজার টাকার বিনিময়ে বসেছে।
এলাকাবাসির অভিযোগ, অবৈধ ভাবে এলাকার ভেতরে মেলা বসানো হয়েছে। মেলায় আগতদের কোন নিরাপত্তা নেই। মেলা বিষয়ে প্রশাসনের ব্যবস্থা নেয়া দরকার বলে তারা দাবি করেন।
অবৈধ মেলার বিষয়ে সৌরভের মুঠোফোনে যোগাযোগ করলে তিনি বলেন এই মেলা আমি বসাইনি আঙ্গুর ভাই বসিয়েছে।
মেলার বিষয় স্থানীয় কাউন্সিলর আলহাজ্ব আবুল কাউসার আশা জানান, মেলার বিষয়ে আমার জানা নেই।
এ বিষয়ে বন্দর থানার অফিসার ইনচার্জ আবু বকর সিদ্দিক জানান, অবৈধ মেলার বিষয়ে আমরা আইনগতভাবে এখনি ব্যবস্থা গ্রহণ করছি।
