নারায়ণগঞ্জ বন্দরে মাদক ব্যবসায়ী আকাশ (২৬), মোঃ রান্টু (১৯) ও মোঃ বরাত মিয়া (১৯)’দের ৭০ পিস ইয়াবা ট্যাবলেটসহ গ্রেফতার করেছে পুলিশ।
শনিবার (২২ জুলাই) ভোর রাত সোয়া ৩ টায় বন্দর কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে থেকে তাদেরকে গ্রেফতার করা হয়। পরে অভিযানে নেতৃত্ব দানকারী অফিসার বন্দর পুলিশ ফাঁড়ীর এস আই (নিঃ) নুর ই আলম সিদ্দিকী বাদী হয়ে গ্রেফতারকৃতদের বিরুদ্ধে গতকাল দুপুরে বন্দর থানায় মাদক আইনে মামলা দায়ের করেছে। যার মামলা নং- ২০(৭)২৩, তাং- ২২/০৭/২০২৩ ইং, ধারা- মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ এর ৩৬(১) সারণীর ১০(ক)।
মামলা সূত্রে জানাগেছে, বন্দর পুলিশ ফাঁড়ীর জিডি নং-৩৮০, তারিখ-১১/০৭/২০২৩ ইং মূলে এস আই (নিঃ) নুর ই আলম সিদ্দিকীসহ সঙ্গীয়ফোর্স থানা এলাকায় মাদক উদ্ধার, গ্রেফতারী পরোয়ানা তামিল ডিউটি করাকালে ইং-২২/০৭/২০২৩ তারিখ ভোর রাত ০২.৪৫ ঘটিকার সময় বন্দর থানাধীন বন্দর ঘাটে অবস্থান করাকালীন সময়ে গোপন সংবাদে জানতে পারে যে, বন্দর থানাধীন বন্দর বাজার এলাকার বন্দর কেন্দ্রীয় শহিদ মিনারের সামনে পাঁকা রাস্তার উপর কতিপয় লোক মাদক জাতীয় ইয়াবা ট্যাবলেট বিক্রয় করার উদ্দেশ্যে অবস্থান করতেছে। উক্ত সংবাদ উর্ধ্বর্তন কর্তৃপক্ষের সাথে আলোচনা করে ঘটনার সত্যতা যাচাইয়ের লক্ষ্যে সঙ্গীয় ফোর্সসহ দ্রুত বন্দর কেন্দ্রীয় শহিদ মিনারের সামনে পাঁকা রাস্তার উপর উপস্থিত হলে আসামীরা পালানোর চেষ্টা করলে সঙ্গীয় ফোর্সের সহায়তায় তাহাদেরকে ধৃত করে এবং তাদের দেহ তল্লাশি কেরে ৭০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে পুলিশ। গ্রেফতার আকাশ বন্দর বাজার উইলসন রোড এলাকার নুরুল হকের ছেলে, গ্রেফতার রান্টু নাটোর জেলার বাড়ইগ্রাম উপজেলার পূর্ব মধ্যপাড়াস্থ কাজীপুর গোরস্থান এলাকার মোঃ মান্নানের ছেলে বর্তমানে বন্দর থানাধীন ঝাউতলাস্থ বিদ্যুতের বাড়ির ভাড়াটিয়া ও ধৃত বরাত রংপুর জেলার গঙ্গাচরা উপজেলার গঙ্গাচরা নিউ ষ্টারপাড়ার মোঃ আমানত মিয়ার ছেলে বর্তমানে ঝাউতলা বিদ্যুতের বাড়ির ভাড়াটিয়া।
গ্রেফতারকৃতদের গতকাল দুপুরে আদালতে প্রেরণ করেছে থানা পুলিশ।
