নারায়ণগঞ্জ বন্দরে মাদক ব্যবসায়ী মোঃ সাগর হোসেন হৃদয় (৩০) ও ইমরান হাসান ইমু (৩২) দেরকে ৯০ পিস ইয়াবাট্যাবলেটসহ গ্রেফতার করেছে বন্দর ফাঁড়ি পুলিশ।
শনিবার (১৫ জুলাই) ভোর রাত সোয়া ৩টায় বন্দর থানাধীন নাসিক ২২ নং ওয়ার্ডস্থ বন্দর কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে হতে তাদেরকে গ্রেফতার করা হয়।
পরে উদ্ধার অভিযান পরিচালনাকারী অফিসার বন্দর পুলিশ ফাঁড়ির এস আই (নিঃ) মোঃ আরিফ পাঠান বাদী হয়ে গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মাদক আইনে বন্দর থানায় একই দিন বেলা পৌনে ১১ টায় মামলা দায়ের করে। যার মামলা নং- ১৭(৭)২৩, তাং-১৫/০৭/২০২৩ ইং, ধারা- মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ এর ৩৬(১) সারণীর ১০(ক)।
মামলা সূত্রে জানাগেছে, বন্দর পুলিশ ফাঁড়ির থানার জিডি নং-২৪৬, তাং-১৪/০৭/২০২৩ মোতাবেক উক্ত ফাঁড়ির এস আই (নিঃ) মোঃ আরিফ পাঠান সঙ্গীয় অফিসার ফোর্সসহ থানা এলাকায় অভিযান ডিউটি করাকালে ইং ১৫/০০৭/২০২৩ ভোর রাতে বন্দর থানাধীন সিরাজউদ্দৌল্লাহ ক্লাবের সামনে অবস্থানকালে গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, বন্দর কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে পাকা রাস্তার উপর কতিপয় মাদক ব্যবসায়ী মাদক ইয়াবা ট্যাবলেট জন্য অবস্থান করতেছে। উক্ত সংবাদের সত্যতা যাচাই ও আইনগত ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করে দ্রুত উক্ত স্থানে অভিযান পরিচালনা করে। ওই সময় কৌশলে পালানোর চেষ্টা কালে শাহী মসজিদ এলাকার আঃ রহমানের ছেলে মাদক ব্যবসায়ী মোঃ সাগর হোসেন হৃদয় (৩০) ও সালেহনগর এলাকার রফিক আলীর ছেলে মাদক ব্যবসায়ী ইমরান হাসান ইমু (৩২)দেরকে আটক করতে সক্ষম হয়। উপস্থিত সাক্ষীদের সামনে ধৃতদের দেহ তল্লাশি কেরে উভয়ের সাথে থাকা ৯০ পিস ইয়াবা ট্যাবলেট (যার আনুমানিক মূল্য ২৭ হাজার টাকা) উদ্ধার করে পুলিশ।
মামলা সূত্রে আরও জানাযায়, ধৃতরা দীর্ঘদিন যাবৎ অত্র থানা এলাকাসহ বিভিন্ন এলাকায় মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট বিক্রিয় করে আসছে।
গ্রেফতারকৃতদের গতকাল দুপুরে আদালতে প্রেরণ করেছে থানা পুলিশ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *