বন্দর উজেলার বিভিন্ন হাট বাজার ও মুদি দোকানগুলোতে অবাধে বিক্রি হচ্ছে নিষিদ্ধ পলিথিন। ব্যবহারকারীরা সরকার কর্তৃক নিষিদ্ধ পলিথিন যেখানে যেখানে ফেলে দিয়ে নানা সম্যসা সৃষ্টিসহ জনস্বাস্থ্য হুমকির দিকে ঠেলে দিচ্ছে।
সরজমিমন ঘুরে দেখা গেছে, সোনাকান্দা হাটে কাইকারটেক হাট, বন্দর বাজার, কলাগাছিয়া, ঘাড়মোরা, মদনগঞ্জ, সোমবাড়িয়া বাজার, মদনপুর বাজার ও দোকানে নিষিদ্ধ পলিথিন বিক্রি ব্যাপক ভাবে বৃদ্ধি পেয়েছে। এক শ্রেণী অসাধু ব্যবসায়ীরা পুলিশের চোখ ফঁাকি দিয়ে সরকার নিষিদ্ধ পলিথিন দেদারসে বিক্রি করে আঙ্গুল ফুলে কলা গাছ হয়ে উঠেছে। বন্দর বাজারের এক দোকানী এক পেশার প্রভাব খাটিয়ে বন্দর জুরে পাইকারি দামে পলিথিন বিক্রি করে হাজার হাজার টাকা হাতিয়ে নিচ্ছে।
খুচরা ব্যবসায়ীরা হাট থেকে পলিথিন ক্রয় করে দরে বিভিন্ন পাড়া মহল্লার দোকান গুলোতে পলিথিনের মাধ্যমে বিভিন্ন সদাই বিক্রি করে আসছে।
ভূক্তভোগী ক্রেতা সাধারণ এই পলিথিন যেখানে সেখানে ফেলে দিয়ে পরিবেশ মারাত্মক ভাবে ক্ষতিসাধন করে চলছে। পরিবেশ অধিদপ্তর ও স্থানীয় প্রশাসনের নজরদারির অভাবে কারনে দিনি নিষিদ্ধ পলিথিনের ব্যবহার বহু অংশে বৃদ্ধি পেয়েছে। পলিথিন ব্যবহার বন্ধের জন্য বন্দরে ভ্রাম্যমান আদালতের হস্তক্ষেপ কামনা করেছে
