শিশুবাগ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি নিয়ে তুলকালাম কান্ড শুরু হয়েছে। বিদ্যালয়ের পরিচলনা পরিষদ নিয়ে আদালতে মামলা করে স্কুলে গিয়ে শুরু করেছে অভিভাবকদের উত্তেক্তও হইহুল্লোর। ম্যানেজিং কমিটির কতিপয় লোকের অশালীন আচরনে অতিষ্ট স্কুলে শিক্ষাথর্ীদের নিয়ে আসা মায়েরা। মায়েদের অভিযোগ সাবেক ম্যানেজিং সদস্য শ্যামলসহ একাধিকতার সহযোগিরা স্কুলে পরীক্ষা চলাকালিন সময় শিক্ষক-শিক্ষিকাদের সাথে অশালিন আচরন, স্কুলের সিসি ক্যামেরা ভাংচুর ও সিসি ক্যামেরার বক্স লুটে নিয়ে যওিয়ার ঘটনায় তারা ক্ষোভ প্রকাশকরেন। সরে জমিনে গিয়ে দেখা যায়, স্কুলের সিসি ক্যামেরা ভাঙ্গা ও খোলা। তাদের অত্যাচারে অতিষ্ট অভিভাবক মহল। অভিভাবকদের অভিযোগ সাবেক ম্যানেজিং কমিটির লোকেরা দীর্ঘ ১৩ বছর স্কুলটিকে কুক্ষিগত করে রেখেছে। তাদের স্বেচ্ছাচারিতা ও দুনর্ীতি প্রকাশ পাওয়ার ভয়ে তারা স্কুলের এডহক কমিটির বিরুদ্ধে মামলা করে নিষেধাজ্ঞা করিয়েছে। তবে বিজ্ঞ আদালত এই নিষেধাজ্ঞার জন্য শুনানী রেখেন। নারায়ণগঞ্জ যুগ্ম জেলা জজ মোহাম্মদ আক্তারুজ্জামান ভূঁইয়ার আদালতে এ মামলার শুনানী হবে বলে জানা গেছে। স্কুল পরিচালনার জন্য নতুন কমিটি গঠনের লক্ষে গত ৩ মে ৪ সদস্য বিশিষ্ট এডহক কমিটি গঠন করা হয়। গত ৭মে তারা দায়িত্ব গ্রহণ করে। মত বিনিময় কালে উপস্থিত ছিলেন, বন্দর শিশুবাগ বিদ্যালয়ের অধ্যক্ষ রোখসানা বেগম (সম্পাদক), এডহক কমিটির সদস্য সাবেক ছাত্রনেতা হাসনাত রহমান বিন্দু, সদস্য কাজী রাসেল প্রমূখ। এ ব্যপারে স্কুলের আহবায় কুতুবউদ্দিন খান জানান, স্কুলের স্বার্থে ও গঠনতন্ত্র মোতাকে পুরনো কমিটির মেয়াদ পূর্ন হওয়ার পর নতুন কমিটি গঠনের জন্য এডহক কমিটিগঠন করা হয়েছে। যারা এডহককমিটির বিরুদ্ধে তারা বিগত সময় স্কুলের স্বার্থে কাজ করেনি। তারা নিজ স্বার্থ হাসিলের জন্যব্যস্ত ছিল। তাদের মামলার জবাব আদালতে দেব। মেয়দ শেষ হওয়ার পরেই এডহক কমিটি গঠন করা হয়েছে। আর অভিভাবকরা তাদের প্রতি ক্ষিপ্ত। আমরা স্কুলের সুনাম রক্ষায় একটি সুন্দর কমিটি গঠন করে অভিভাবকদের উপহার দেব।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *