নারায়ণগঞ্জের ফতুল্লার রকি হত্যা মামলার পলাতক আসামী মানিক (৩৮)’কে গ্রেফতার করেছে র্যাব-১১।
বৃহস্পতিবার (১৭ আগস্ট) বন্দর থানাধীন লক্ষণখোলা এলাকা হতে তাকে গ্রেফতার করা হয়।
একই দিন সন্ধ্যা সোয়া ৬ টায় র্যাব-১১, সিপিসি-১, নারায়ণগঞ্জ ক্যাম্প এর ভারপ্রাপ্ত কোম্পানী কমান্ডার, সিনিঃ সহকারী পরিচালক, অতিরিক্ত পুলিশ সুপার কাজী শাহাবুদ্দিন আহম্মেদ এক প্রেস বিজ্ঞপ্তিতে জানান, র্যাব প্রতিষ্ঠালগ্ন থেকে সমাজের বিভিন্ন অপরাধের উৎস উদ্ঘাটন, অপরাধীদের গ্রেফতার অপরাধ দমন ও আইন শৃঙ্খলার সামগ্রিক উন্নয়নে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। এছাড়াও বিভিন্ন চাঞ্চল্যকর এবং আলোচিত অপরাধের অপরাধীদের গ্রেফতারে অগ্রণী ভূমিকা পালন করে আসছে। নিবিড় গোয়েন্দা নজরদারী ও পরিকল্পিত আভিযানিক কার্যক্রমের ধারাবাহিকতায় অপরাধী গ্রেফতার এবং আইনের আওতায় এনে র্যাব ইতিমধ্যেই জনগণের আস্থা অর্জনে সক্ষম হয়েছে। এরই ধারাবাহিকতায় গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-১১, সিপিসি-১ নারায়ণগঞ্জের একটি আভিযানিক দল ১৭ আগস্ট ২০২৩ খ্রিষ্টাব্দ নারায়ণগঞ্জ জেলার বন্দর থানাধীন লক্ষণখোলা এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে রকি হত্যা মামলার পলাতক আসামী মানিক (৩৮) কে গ্রেফতার করে। ঘটনা সূত্রে ও প্রাথমিক অনুসন্ধানে জানা যায় যে, গ্রেফতারকৃত আসামী মানিক ও তার সহযোগীরা মিলে পরিকল্পিতভাবে নিহত ভিকটিম রকি (২৫) কে হত্যা করে। হত্যার পর আসামীরা আইনশৃংখলা বাহিনীর নজরদারীর বাহিরে গ্রেফতার এড়াতে আত্মগোপন চলে যায় এবং পলাতক থাকে। পরবর্তীতে গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে বিজ্ঞ আদালত কর্তৃক গ্রেফতারী পরোয়ানা ইস্যু হলে র্যাব-১১, সিপিসি-১, নারায়ণগঞ্জের একটি চৌকস আভিযানিক দল অভিযান পরিচালনা করে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ও তথ্য-প্রযুক্তির সহায়তায় পরোয়ানায় বর্ণিত আসামী মানিক (৩৮), পিতা-মৃত মোহাম্মদ আলী বেপারী, মাতা- আকলিমা বেগম, সাং- পশ্চিম দেওভোগ নূর মসজিদ, থানা-ফতুল্লা মডেল, জেলা-নারায়ণগঞ্জ কে গ্রেফতার করতে সক্ষম হয়।
গ্রেফতারকৃত আসামী মানিক কে ফতুল্লা মডেল থানায় পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহনের জন্য হস্তান্তর করা হয়েছে।