নারায়ণগঞ্জ বন্দরে ৬১ কেজি গাঁজা, কাভার্ডভ্যান ও নগদ টাকা সহ নোয়াখালী’র মাদক ব্যবসায়ী আবুল খায়ের (৩৪)’কে গ্রেফতার করেছে র‌্যাব-১১, সদর কোম্পানি নারায়ণগঞ্জ।
মঙ্গলবার (১১ এপ্রিল) দিবাগত রাত দেড়টায় বন্দর থানাধীন মদনপুর সাকিনস্থ রাফি ফিলিং স্টেশন এর সামনে কুমিল্লা টু ঢাকাগামী মহাসড়কের উপর চেকপোষ্ট স্থাপন করে বিশেষ কৌশলে তাকে গ্রেফতার করা হয়।
র‍্যাব-১১, সদর কোম্পানি নারায়ণগঞ্জ সূত্রে জানাগেছে, র‌্যাব প্রতিষ্ঠালগ্ন থেকে সমাজের বিভিন্ন অপরাধের উৎস উদঘাটন, অপরাধীদের গ্রেফতার আইন-শৃঙ্খলার সামগ্রিক উন্নয়নে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। বিভিন্ন অপরাধীদের গ্রেফতার করে আইনের আওতায় আনার জন্য র‌্যাব ফোর্সেস নিয়মিত অভিযান পরিচালনা করে থাকে। মাদকের করাল গ্রাস থেকে যুব সমাজ তথা দেশকে বাচাঁতে মাদক ব্যবসায়ীদের গ্রেফতার ও অবৈধ মাদকদ্রব্য উদ্ধারে র‌্যাব নিয়মিত অভিযান পরিচালনা করে আসছে।এরই ধারাবাহিকতায় সুনির্দিষ্ট গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-১১, সদর কোম্পানী, নারায়ণগঞ্জের একটি আভিযানিক ১১ এপ্রিল দিবাগত রাত ০১:৩০ ঘটিকার সময় নারায়ণগঞ্জ জেলার বন্দর থানাধীন মদনপুর সাকিনস্থ রাফি ফিলিং স্টেশন এর সামনে কুমিল্লা টু ঢাকাগামী মহাসড়কের উপর চেকপোষ্ট স্থাপন করে বিশেষ কৌশলে মাদকদ্রব্য পরিবহন কালে ৬১ (একষট্টি) কেজি গাঁজা ও কাভার্ডভ্যান সহ ১ জন মাদক ব্যবসায়ী’কে হাতে-নাতে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ী হলো নোয়াখালী জেলার কবির হাট থানাধীন নবগ্রামস্থ মোহাম্মদ আবু তাহের ড্রাইভার’র ছেলে মাদক ব্যবসায়ী আবুল খায়ের (৩৪)। উক্ত অভিযানে গ্রেফতারকৃত আসামীর হেফাজত হতে মাদক বিক্রয়ের নগদ ৪,২৬৫/- (চার হাজার দুইশত পঁয়ষট্টি) টাকা উদ্ধার করা হয়।
র‍্যাব সূত্র আরও জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত আসামী জানায় যে, সে দীর্ঘদিন যাবৎ অভিনব কায়দায় মাদকদ্রব্য গাঁজা অভিনব পন্থায় সংগ্রহ করে ও ঢাকা, নারায়ণগঞ্জের আশপাশের এলাকায় ক্রয়-বিক্রয় ও সরবরাহ করে আসছে। মাদকের মতো সামাজিক ব্যাধির বিরুদ্ধে র‌্যাব-১১ এর অভিযান অব্যাহত থাকবে। গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *