সোমবার ১৭ই জুলাই প্রতিটি মানববন্ধন কর্মসুচি জেলা শহরে জেলা ও মহানগর শাখার মানববন্ধন ও ধর্মঘট পালন করেন।
কর্মসুচিতে উপস্তিত ছিলেন
বাংলাদেশ অ্যাম্বুলেন্স মালিক কল্যাণ সমিতি রংপুর জেলা ও মহানগর শাখার সভাপতি – তারিকুল ইসলাম তারেক, সাধারণ সম্পাদক শরিফুল মইদুল ইসলাম সহ, ,সুজন, দুখ, ফিরোজ,,লেবু,রাজু,,প্রমুখ
এসময় বক্তারা বলেন আমাদের দাবী মানতে হবে
সেবাখাতে অ্যাম্বুলেন্স এর প্রাইভেট কারের আয়কর BRTA কর্তৃক (AIT) নেওয়া চলবে না, চলবে না, মুক্ত করতে হবে আয়কর, অ্যাম্বুলেন্স জাতীয় নিতি মালা করতে হবে, গাড়ীতে রোগী থাকা অবস্থায় পুলিশি হয়রানি মুক্ত করতে হবে,টোল ফ্রি বাস্তবায়ন করতে হবে, হাসপাতালের সামনে গাড়ী পার্কিং সুবিধা করতে হবে,
যদি আমাদের দাবি মানা না হয় তবে আমরা আগামী ২৫ শে জুলাই রংপুর সহ সারা দেশে এক যোগে বাংলাদেশ অ্যাম্বুলেন্স ও ধর্মঘট এর ডাক দেয়ার প্রতিশ্রুতি ব্যাক্ত করেন মালিক কল্যাণ সমিতি মানববন্ধন