বাংলাদেশ আওয়ামী লীগ বান্দরবান জেলা শাখার সাধারণ সম্পাদক ও বান্দরবান পৌর মেয়র মোহাম্মদ ইসলাম বেবীর মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি।

তিনি শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করেন।
আজ সকালে মোহাম্মদ ইসলাম বেবী চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন। মেয়র মোহাম্মদ বেবী ইসলাম বান্দরবানের বিশিষ্ট ব্যবসায়ী আলীম উল্লাহ এর পুত্র এবং ২ বারের নির্বাচিত পৌরসভার মেয়র ও বর্তমান জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এর দায়িত্বে ছিলেন।