শীতলক্ষ্যা নদীর পূর্ব তীরে বন্দরে ইস্পাহানী নবীগঞ্জ এলাকায় ৪০টি অবৈধ স্থাপনা উচ্ছেদ করেছে বিআইডব্লিউটিএ নারায়ণগঞ্জ নদী বন্দর কর্তৃপক্ষ। এসময় প্রয়োজনীয় কাগজপত্র না থাকায় দুটি জাহাজকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। রোববার (২৮ মে) বিআইডব্লিউটিএ’র নির্বাহী ম্যাজিষ্ট্রেট হাসান মারুফের নেতৃত্বে এ উচ্ছেদ অভিযান পরিচালিত হয়।
ওই সময় উপস্থিত ছিলেন বিআইডব্লিউটিএ’র নারায়ণগঞ্জ নদী বন্দরের যুগ্ম-পরিচালক মোঃ শহীদুল্লাহ, উপ পরিচালক মোঃ ইসমাইল হোসেন, সহকারী পরিচালক নাহিদ হোসেন, প্রকৌশল বিভাগের কর্মকর্তা হাবিব, রাশিদুলসহ অন্যান্য কর্মকর্তারা। এসময় ২টি এক্সাভেটর (ভেকু) দিয়ে ১টি ডকইয়ার্ডের পাকা দেয়াল, ৩টি জেটি, সেমিপাকা ঘর সহ ৪০ টি অবৈধ স্থাপনা ভেঙ্গে গুড়িয়ে দেয়া হয়। অভিযানকালে বিপুলসংখ্যক পুলিশ, নৌপুলিশ ও আনসার সদস্যরা উপস্থিত ছিলেন।
নির্বাহী ম্যাজিষ্ট্রেট হাসান মারুফ জানান, হাইকোর্টের নির্দেশ অনুযায়ী শীতলক্ষ্যার উভয় তীরে উচ্ছেদ অভিযান শুরু হয়েছে। রোববার শীতলক্ষ্যা নদীর পূর্ব তীরে বন্দরের ইস্পাহানী নবীগঞ্জ এলাকায় ৪০টি অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে। এসময় কাগজপত্র ছাড়া অবৈধভাবে জাহাজ পরিচালনা করায় ২টি জাহাজকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। আমাদের অভিযান চলমান থাকবে।#
রুপগঞ্জের নিখোঁজ শিশু সাব্বির বন্দরে উদ্ধার
——————
বন্দর প্রতিনিধি // রুপগঞ্জ থেকে নিখোঁজ হওয়া শিশু সাব্বির (৯)কে উদ্ধার করে বন্দর থানা পুলিশে সোর্পদ করেছে পথচারিরা। রোববার (২৮ মে) ভোর ৪টায় বন্দর উপজেলার ঢাকা টু চট্রগ্রাম মহাসড়কের মদনপুর বাসস্ট্যান্ড এলাকা থেকে ওই শিশুটিকে উদ্ধার করা হয়। এর আগে গত শুক্রবার (২৬ মে) দুপুরে রুপগঞ্জ থানার মুরাপাড়া এলাকা থেকে খেলার ছলে বাসা থেকে বের সে নিখোঁজ হয়। নিখোঁজ সাব্বির রুপগঞ্জ থানার মুরাপাড়া এলাকার জহির ইসলাম মিয়ার ছেলে বলে জানা গেছে। থানার তথ্য সূত্রে জানা গেছে, শিশু সাব্বির গত শুক্রবার দুপুরে খেলার উদ্দেশ্যে বাড়ি থেকে বের হয়ে নিখোঁজ হয়। পরে রোববার ভোর ৪টায় নিখোঁজ শিশুটি মদনপুর বাসস্ট্যান্ডের সামনে একাকি কাদঁতে দেখতে পেয়ে স্থানীয় জনতা শিশুটিকে উদ্ধার করে বন্দর থানা পুলিশে সোর্পদ করে। পরে নিখোঁজ শিশুর পিতা জহির ইসলাম খবর পেয়ে দুপুরে বন্দর থানায় আসলে ওই সময় বন্দর থানা পুলিশ উদ্ধার হওয়া শিশুটিকে জিডি মূলে তার পরিবারের কাছে হস্তান্তর করেন।
