বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে রাজশাহী জেলা ছাত্রলীগ প্রার্থীর বৃক্ষরোপণ ও বিতরণ কর্মসূচি পালন
রাজশাহী জেলাতে বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে বাংলাদেশ ছাত্রলীগের দেশব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে ইউসুফপুর ইউনিয়ন শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক ও জেলা ছাত্রলীগের পদপ্রার্থী হাসানুর রহমানের নেতৃত্বে আজ সোমবার (০৫ জুন) বৃক্ষরোপণ ও বিতরণ এবং আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
রাজশাহীর চারঘাটের চৌমুহনীতে অবস্থিত সালেহা শাহ্ মোহাম্মদ উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে বৃক্ষ বিতরণ এবং বিশ্ব পরিবেশ দিবসের প্রতিপাদ্য নিয়ে গঠন মুলক আলোচনা তুলে ধরেন জেলা ছাত্রলীগের পদপ্রার্থী ও ইউনিয়ন ছাত্রলীগের সম্পাদক হাসানুর রহমান।
হাসানুর রহমান বলেন, দেশরত্ন শেখ হাসিনার স্মার্ট বাংলাদেশ বিনির্মানে বাংলাদেশ ছাত্রলীগ সবসময় অগ্রণী ভুমিকা পালন করে আসছে।
তারই ধারাবাহিকতায় বাংলাদেশ ছাত্রলীগ বিশ্ব পরিবেশ দিবসে বৃক্ষরোপন কর্মসূচি ঘোষনা করে। এবং আমরা রাজশাহীর ছাত্রলীগ নেতাকর্মীদের নিয়ে তা প্রতিনিয়ত বাস্তবায়ন করে আসছি। পরবর্তী প্রজন্মকে রাজশাহী জেলা ছাত্রলীগের পক্ষ থেকে সুস্থ এবং সুন্দর একটি পরিবেশ উপহার দিতে চাই।
এসময় আরো উপস্থিত ছিলেন সালেহা শাহ্ মোহাম্মদ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক হেদায়েতুল ইসলাম সহ ইউনিয়ন ও ওয়ার্ড ছাত্রলীগের নেতাকর্মী।