ব্রি আঞ্চলিক কার্যালয় রাজশাহী কর্তৃক পুটিয়া উপজেলার ধোকরাকুল গ্রামে ১১০ বিঘা জমিতে সমলয় পদ্ধতিতে ব্রি উদ্রাবিত উচ্চফলনশীল ধানের জাত ব্রি ধান ৯২ ইসস্থাপিত প্রদর্শনীর ফসল কর্তন ও কৃষক সমাবেশের আয়োজন করা হয়।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ব্রি,র মহাপরিচালক ড, মোঃ শাহজাহান কবির।
বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন মোঃ শামসুল ওয়াদুদ অতিরিক্ত পরিচালক কৃষি সম্প্রসারণ অধিদপ্তর রাজশাহী।
অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, মোঃ মোজদার হোসেন উপ-পরিচালক কৃষি সম্প্রসারণ অধিদপ্তর রাজশাহী।
অনুষ্ঠানের সভাপতিত্ব করেন ডঃ মোঃ ফজলুল ইসলাম, প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা এবং প্রধান ব্রি আঞ্চলিক কার্যালয় রাজশাহী।
অনুষ্ঠানের মাধ্যমে ৪৮ জন সুবিধা ভোগী কৃষকের মাঠের চাষাবাদ করা হয়। মূলতঃ শস্য নিবিড়তা এবং উৎপাদন বৃদ্ধির লক্ষ্য বিদ্যামান বোরো- রোপা আমন শস্যবিন্যাসের পরিবর্তনে বোরো- ধঞ্চা – রোপা আমন সরিষা শস্যবিন্যাস প্রতি স্থাপনে উদধুদ্বকরণে৪০০ জন কৃষকের সমাবেশ করা হয়।