ভর্তি পরীক্ষা উপলক্ষ্যে আরএমপি’র সাথে রাবি’র মতবিনিময় সভা
আগামী ২৯শে মে হতে ৩১শে মে ২০২৩ খ্রিষ্টাব্দ পর্যন্ত রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ২০২২-২০২৩ শিক্ষাবর্ষে প্রথম বর্ষ স্নাতক সম্মান/স্নাতক শ্রেণীতে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। পরীক্ষা উপলক্ষ্যে রাবি ক্যাম্পাসে আইন শৃঙ্খলা রক্ষা, ট্রাফিক ব্যবস্থাপনা-সহ নির্বিঘ্নে পরীক্ষা সম্পন্ন করতে রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রশাসন আরএমপি’র সাথে এক মতবিনিময় সভার আয়োজন করে।
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. গোলাম সাব্বির সাত্তার-এর সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন আরএমপি’র সম্মানিত পুলিশ কমিশনার জনাব মো: আনিসুর রহমান, বিপিএম (বার), পিপিএম (বার) মহোদয়।
এসময় আরও উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ কমিশনার (অ্যাডমিন অ্যান্ড ফিন্যান্স) জনাব মো: ফারুক হোসেন, অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস) জনাব বিজয় বসাক, বিপিএম, পিপিএম (বার)-সহ আরএমপি’র ঊর্ধ্বতন কর্মকর্তাগণ