এসএসসি ৯৯ ব্যাচ মতলব উত্তরের ইফতার মাহফিল সম্পূর্ণ হয়েছে। গত ৩১ মার্চ শুক্রবার ঢাকার মিরপুর ১০ এর কাচ্চি ভাই রেস্টুরেন্টে এই ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। মতলব উত্তরের এসএসসি ৯৯ ব্যাচ বন্ধুদের আয়োজনে ইফতার মাহফিলে পুরো চাঁদপুর জেলার প্রায় ৭০ জন বন্ধু অংশগ্রহণ করে।
মতলব উত্তর উপজেলার ১৬ টি শিক্ষা প্রতিষ্ঠানের এসএসসি ৯৯ব্যাচ বন্ধুরা আয়োজন করে এ ইফতার মাহফিল। প্রতিষ্ঠানগুলো হলো,
মোহনপুর উচ্চ বিদ্যালয়, দূর্ঘাপুর উচ্চ বিদ্যালয়, ইন্দুরিয়া হাইস্কুল, এখলাছপুর উচ্চ বিদ্যালয়, ঝিনাইয়া উচ্চ বিদ্যালয়, ওটারচর হাইস্কুল, মমরুজকান্দী হাইস্কুল, শিকারীকান্দী হাইস্কুল, লুদুয়া উচ্চ বিদ্যালয়, নিশ্চিন্তপুর উচ্চ বিদ্যালয়, বাঘানবাড়ি হাইস্কুল, নাউরি উচ্চ বিদ্যালয়, চরকালিয়া উচ্চ বিদ্যালয়, ইমামপর উচ্চ বিদ্যালয় ও মাথাভাঙ্গা আদর্শ উচ্চ বিদ্যালয়।
এর পূর্বেও এসএসসি ৯৯ ব্যাচ মতলব উত্তরের বন্ধুরা বিভিন্ন কার্যক্রম অত্যান্ত সুনামের সহিত করে আসছে।
