মনিরের জামিন নামঞ্জুর করায় কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের নিন্দা ও প্রতিবাদ
আপডেটঃ জুলাই ১০, ২০২৩ | ৬:৫৫
445 ভিউ
বন্দর উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মনির হোসেনের জামিন নামঞ্জুর করে জেলহাজতে প্রেরণের ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় কমিটির সভাপতি এস এম জিলানী, সাধারণ সম্পাদক রাজিব আহসান ও নারায়ণগঞ্জ মহানগর স্বেচ্ছাসেবক দলের সভাপতি আবুল কাউছার আশা।
সোমবার (১০ জুলাই) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তারা এ নিন্দা ও প্রতিবাদ জানান।
বিবৃতিতে এই অমানবিক নিষ্ঠুর ও হয়রানীমূলক ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান এবং নেতৃদ্বয় অবিলম্বে নেতৃবৃন্দের মিথ্যা মামলা প্রত্যাহার ও নি:শর্ত মুক্তির জোর দাবি জানান।