খাগড়াছড়িতে স্বাধীনতার মহান স্থপতি হাজার বছরের শ্রেষ্ট বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে মাটিরাঙ্গা উপজেলা বিদ্যুৎ সরবরাহ অফিসের আয়োজনে গরিব, দুস্থ, অসহায়, মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার (১৭ আগস্ট ২০২৩ইং)বিকেল ৪টার দিকে মাটিরাঙ্গা উপজেলা বিদ্যুৎ সরবরাহ কার্যালয়ের সামনে মাটিরাঙ্গা বিদ্যুৎ সরবরাহ অফিসের আয়োজনে গরিব, দুস্থ, অসহায়, মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ অনুষ্ঠানে মাটিরাঙ্গা আবাসিক প্রকৌশলী যত্ন মানিক চাকমা,র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন রাঙ্গামাটি বিদ্যুৎ সরবরাহ সার্কেল তত্বাবধায়ক প্রকৌশলী মো.কামাল উদ্দিন আহমেদ।
খাদ্য সামগ্রী,র মধ্যে রয়েছে চাল ৫ কেজি, আলু ২ কেজি, তেল ১ লিটার, ডাল ১কেজি, লবন ১কেজি।
এসময় মাটিরাঙ্গা প্রেস ক্লাবের সভাপতি এমএম জাহাঙ্গীর আলম,মাটিরাঙ্গা প্রেস ক্লাবের সহ-সভাপতি মো.জসীম উদ্দিন জয়নাল সহ মাটিরাঙ্গা আবাসিক বিদ্যুৎ সরবরাহ অফিসের কর্মকর্তা কর্মচারী ও সুবিধাভোগীরা উপস্থিত ছিলেন।
গরিব, দুস্থ, অসহায়, মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ শেষে প্রধান অতিথি, রাঙ্গামাটি বিদ্যুৎ সরবরাহ সার্কেল তত্বাবধায়ক প্রকৌশলী মো.কামাল উদ্দিন আহমেদ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের পরিবারের শাহাদাত বরণকারী সকল সদস্যদের প্রতি বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন।