স্মার্ট ভূমি সেবায় ভূমি মন্ত্রণালয়’ এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে বর্ণিল আয়োজনের মধ্য দিয়ে সারা দেশের ন্যায় খাগড়াছড়ি জেলার মাটিরাঙ্গায় ভূমি সেবা সপ্তাহ ২০২৩ উদযাপিত হয়েছে।
সোমবার (২২ মে ২০২৩ ইং) সকালের দিকে মাটিরাঙ্গা উপজেলা ভূমি প্রশাসনের আয়োজনে উপজেলা ভূমি অফিস কার্যালয়ে ফিতা কেটে ভূমি সেবা সপ্তাহের উদ্বোধন করেন মাটিরাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার ডেজী চক্রবর্তী।
সভায় সভাপতিত্ব করেন মাটিরাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার ডেজী চক্রবর্তী।
মাটিরাঙ্গা উপজেলা ভূমি অফিসে যে সমস্ত সেবা রয়েছে ভূমি উন্নয়ন কর আদায় ও অনলাইনে ভূমি উন্নয়ন কর আদায়ের লক্ষ্যে রেজিস্ট্রেশন, ই-নামজারির আবেদন গ্রহণ, ভূমিহীনদের মধ্যে বন্দোবস্তকৃত জমির কবুলিয়ত ও দলিল হস্তান্তর, অফিসের প্রবেশমুখে নামজারির প্রবাহচিত্র রয়েছে।
সভাপতির বক্তব্যে মাটিরাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার ডেজী চত্রুবর্ত্রী বলেন,যথাসময়ে ভূমি কর পরিশোধের মাধ্যমে জমির মালিকানা স্বত্ব বজায় রাখার আহবান জানিয়ে বলেন, ভূমি সকলের অমূল্য সম্পদ। স্মার্ট ভূমি ব্যবস্থা চালু হলে নাগরিকদেরকে খুব প্রয়োজন ছাড়া ভূমি অফিসে যেতে হবে না, একবার কোথাও ডিজিটাল জরিপ সম্পন্ন হলে, সেখানে ভবিষ্যতে আর জরিপ করার প্রয়োজন পড়বে না। ভূমি নিয়ে মামলা-মোকাদ্দমা ও সীমানা বিরোধ কমে যাবে বহুলাংশে।
এ সময় এসময় মাটিরাঙ্গা উপজেলা সহকারি কমিশনার ভূমি নুসরাত ফাতেমা চৌধুরী, মাটিরাঙ্গা উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মো:ওবায়দুল হক,সহ জনপ্রতিনিধি, হেডম্যান-কার্বারী, শিক্ষক-শিক্ষার্থী উপস্থিত ছিলেন।