খাগড়াছড়ি জেলার মাটিরাঙ্গায় ২০২২-২০২৩ অর্থ বছরে খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের উদ্যােগে ক্ষুদ্র- প্রান্তিক কৃষকের মাঝে বিনা মূল্যে বিভিন্ন প্রজাতির ফলদ চারা বিতরন করা হয়েছে।

বুধবার (১২জুলাই ২০২৩ইং)সকাল সাড়ে দশটার দিকে মাটিরাঙ্গা উপজেলা কৃষি সম্প্রসারন অধিদপ্তর কার্যালয় এর সামনে খাগড়াছড়ি পাবত্য জেলা পরিষদের উদ্যােগে ও মাটিরাঙ্গা উপজেলা কৃষি সম্প্রসারন অধিদপ্তর এর সহযোগিতায় বিনা মূল্যে উন্নতমানের বিভিন্ন প্রজাতির ফলদ চারা বিতরন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, মাটিরাঙ্গা উপজেলা পরিষদের চেয়ারম্যান মো:রফিকুল ইসলাম।

মাটিরাঙ্গা উপজেলা উপ-সহকারি কৃষি অফিসার মো:আমির হোসেন এর সঞ্চালনায়
সভাপতিত্ব করেন মাটিরাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার ডেজী চক্রবর্তী।

স্বাগত বক্তব্য রাখেন মাটিরাঙ্গা উপজেলা কৃষি অফিসার সবুজ আলী।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন
খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের সদস্য হিরনজয় ত্রিপুরা।

 

এসময় মাটিরাঙ্গা উপজেলা পরিষদের ভাইস-চেয়ারম্যান হাসিনা বেগম,মাটিরাঙ্গা উপজেলা সহকারি কৃষি সম্প্রসারন কর্মকর্তা জ্যোতি কিশোর বড়ুয়া,মাটিরাঙ্গা উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মো:ওয়ালি উল্ল্যা, মাটিরাঙ্গা উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মো:জসীম
উদ্দিন ভূইঁয়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

মাটিরাঙ্গা উপজেলা কৃষি অফিসার সবুজ আলী জানান প্রতি কৃষকে ২৫টি করে উপজেলার ২০০ ক্ষুদ্র-প্রান্তিক কৃষের মাঝে পার্বত্য জেলা পরিষদের পক্ষে আমের চারা বিতরন করা হয়

 

প্রধান অতিথি মাটিরাঙ্গা উপজেলা পরিষদের চেয়ারম্যান মো:রফিকুল ইসলাম,ও মাটিরাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার ডেজী চক্রবর্তী ক্ষুদ্র- প্রান্তিক কৃষকের হাতে বিনামূল্যে বিভিন্ন প্রজাতির আমের চারা তুলেদেন।