খাগড়াছড়ি জেলার মাটিরাঙ্গায় ভবানীচরণ রোয়াজা পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে গরীব শিক্ষার্থীদের মাঝে পোশাক বিতরণ ও সততা স্টোর উদ্বোধন করা হয়েছে।

বৃহস্পতিবার (৩০ মার্চ ২০২৩ইং ) বেলা সাড়ে ১১ টার দিকে গোমতি ইউনিয়নের ভবানীচরণ রোয়াজা পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান অতিথি হিসেবে সততা স্টোরের উদ্বোধন করেন গোমতি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো: তফাজ্জল হোসেন। এ সময় তিনি ১২ জন গরীব শিক্ষার্থীদের মাঝে পোশাক বিতরণ করেন।

একই সময়ে গোমতী আইডিয়াল স্কুল এন্ড কলেজে ১৫ জোড়া টেবিল বিতরণ করেন এবং অত্র বিদ্যালয়ে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধানা দেন তিনি।

 

গোমতি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো: তফাজ্জল হোসেন কচিকাঁচা শিক্ষার্থীদের সততা বাস্তবায়নে এরকম উদ্যেগ বেশ প্রশংসনীয় মন্তব্য করে বলেন, ভবিষ্যতে রাষ্ট্রের দায়িত্ব নিতে হলে টেকসই পড়াশুনা করতে হবে। জাতীর পিতার স্বপ্ন বাস্তবায়ন করতে ও স্মার্ট বাংলাদেশ বিনির্মানে শিক্ষর্থীদের মন দিয়ে পড়াশুনা করার আহবান জানান।

 

এ সময়, বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি মো: আমিরুল হাসান, ভবানীচরণ রোয়াজা পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক মো: এরশাদ আলী, ইউপি সদস্য মিলন ত্রিপুরা, ১৮৯ নং গোমতী মৌজার হেডম্যান রনজিত ত্রিপুরা, প্রমুখ উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *