খাগড়াছড়ি জেলার মাটিরাঙ্গায় দিন ব্যাপি নারীর গৃহস্থালি কাজের স্বীকৃতি ও গৃহকাজে সহযোগিতা শীর্ষক সেমিনার অনুষ্টিত হয়েছে।

 

বুধবার (১০মে ২০২৩ইং)সকাল ১১টার দিকে মাটিরাঙ্গা উপজেলা সেমিনার হল রুমে মাটিরাঙ্গা উপজেলা সমাজ সেবা কার্যালয়ের আয়োজনে নারীর গৃহস্থালি কাজের স্বীকৃতি ও গৃহকাজে সহযোগিতা শীর্ষক সেমিনারে জেলা সমাজ সেবা কার্যালয়ের উপ-পরিচালক ভারপ্রাপ্ত মো:জসীম উদ্দিন এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন মাটিরাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার ডেজী চক্রবর্তী।

 

মাটিরাঙ্গা উপজেলা সমাজ সেবা অফিসার মো: আফজাল হোসেন টিপু,এর সঞ্চালনায় মাটিরাঙ্গা উপজেলা সহকারি কমিশনার ভূমি নুসরাত ফাতেমা চৌধুরী, খাগড়াছড়ি জেলা সমাজ সেবা কার্যালয়ের সহকারি উপ-পরিচালক রোকেয়া আক্তার, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন।

অন্যান্যের মাঝে বক্তব্য রাখেন, বড়নাল ইউপি চেয়ারম্যান মো:ইলিয়াস,মাটিরাঙ্গা উপজেলা সমবায় কর্মকর্তা মো:আমান উল্ল্যাহ খান, মাটিরাঙ্গা উপজেলা নির্বাচন অফিসার মো:আশরাফুল আলম,মাটিরাঙ্গা উপজেলা সহকারি প্রোগ্রামার রাজীব রায় চৌধুরী, মাটিরাঙ্গা প্রেসক্লাবের সহ-সভাপতি মো:জসীম উদ্দিন জয়নাল,প্রমুখ।

অন্যান্যের মাঝে মাটিরাঙ্গা সদর ইউপি চেয়ারম্যান হেমেন্দ্র ত্রিপুরা, আমতলী ইউপি চেয়ারম্যান মো:আব্দুল গনি, মাটিরাঙ্গা উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মো:ওবায়দুল হক, মাটিরাঙ্গা উপজেলা পল্লীউন্নয়ন কর্মকর্তা মো:হুমায়ন কবির পাটোয়ারি, মাটিরাঙ্গা সোনালী ব্যাংকের ব্যবস্থাপক আলোরন চাকমা, সাবেক তাইন্দং ইউপি চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের যুগ্ন-সাধারন সম্পাদক মো:তাজুল ইসলাম, সহ উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি, সাংবাদিক, উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *