খাগড়াছড়ি জেলার মাটিরাঙ্গা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) হিসেবে মো: মেজবাহ উদ্দিন যোগদান করেছেন।
বুধবার (২৩ আগস্ট) বিকেল ৪টার দিকে মাটিরাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার এর কার্যালয়ে সহকারী কমিশনার (ভূমি) হিসেবে যোগদান করায় তাকে ফুলেল শুভেচ্ছা জানান মাটিরাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার ডেজী চত্রুবর্তী।
এসময় মাটিরাঙ্গা উপজেলা প্রকৌশলী মো:শাহ জাহান, মাটিরাঙ্গা উপজেলা হিসাব রক্ষণ কর্মকর্তা মো.শাহ আলম, মাটিরাঙ্গা উপজেলা সমবায় কর্মকর্তা মো:আমান উল্লাহ খান, মাটিরাঙ্গা উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা মো.হুময়ুন কবির পাটোয়ারি, উপজেলা সহকারি প্রোগ্রামার রাজীব রায় চৌধুরী সহ উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
৩৭তম ব্যাচের বিসিএস প্রশাসন ক্যাডারের এই কর্মকর্তা সুনামগঞ্জ জেলা প্রশাসন কার্যালয় যোগদান করেন সহকারি কমিশনার হিসেবে। ১৩ আগস্ট সহকারি কমিশনার ভূমি (এসিল্যান্ড) হিসেবে পদায়ন পাওয়ার পর খাগড়াছড়ি জেলা প্রশাসকের কার্যালয়ে যোগদান করেন।মো: মেজবাহ উদ্দিন এর বাড়ি ঢাকা জেলায় । ব্যক্তিগত জীবনে বিবাহিত এক সন্তানের জনক।