পার্বত্য চট্টগ্রামের শান্তি সম্প্রীতি উন্নয়নে বাংলাদেশ সেনাবাহিনী কাজ করে যাচ্ছে। তারই ধারাবাহিকতায় মাটিরাঙ্গা জোনের আওতায় বসবাসরত স্থানীয় অসহায়, দু:স্থ, প্রতিবন্ধি, মাদ্রাসা ,ও চিকিৎসার জন্য নগদ অর্থ, ডেউটিন, হুইল চেয়ার, ক্রিকেট সামগ্রী, বিতরন করা হয়েছে।
রোববার (১৬ জুলাই ২০২৩ইং) সকাল ১০টার দিকে মাটিরাঙ্গা জোনের ব্যবস্থাপনায় জোনের মাঠে জোনের আওতাধীন মাটিরাংগা পৌরসভার অসহায়, দু:স্থ, প্রতিবন্ধি, মাদ্রাসা ,ও চিকিৎসার জন্য নগদ অর্থ বিতরন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়ে বিশেষ মানবিক সহায়তা অসহায় মানুষের মাঝে তুলেদেন মাটিরাঙ্গা জোন অধিনায়ক লেঃ কর্ণেল মো. কামরুল হাসান, পিএসসি
বিশেষ মানবিক সহায়তার মধ্যে রয়েছে
মাটিরাঙ্গা পৌর সভার পলাশপুর মিফতাউল জান্নাহ মহিলা মাদ্রাসা হেফজখানা ও এতিমখানার দরিদ্র শিক্ষার্থীদের গৃহ নির্মানের জন্য ১০ (দশ) বান ডেউটিন, অসহায় দরিদ্র আব্দুল মান্নানের গৃহ নির্মাণের জন্য ০৫ (পাঁচ) বান ঢেউটিন, অসহায় আয়েশা আক্তারকে ০১ (এক) সেট সোলার, অসহায় প্রতিবন্ধি মোঃ রফিক মিয়াকে০১টি হুইল চেয়ার, মুসলিম পাড়া যুব সংঘকে ক্রিকেট সামগ্রী প্রদান করা হয় যার আনুমানিক মূল্য ১,৩০,০০০.০০ (এক লক্ষ ত্রিশ হাজার টাকা) এবং উন্নত চিকিৎসা প্রদানের জন্য মোছাঃ কোহিনূর বেগম, বাচ্চু মিয়া, মোঃ শহীদ এবং মোছাঃ আনোয়ারা বেগমকে সর্বমোট ৮০,০০০.০০ (আশি হাজার টাকা) প্রদান করা হয়।
এসময় মাটিরাঙ্গা জোনের উপ-অধিনায়ক
মেজর মোঃ মুরাদ হোসাইন, পিএসসি,
মাটিরাঙ্গা জোনের ক্যাপ্টেন আহাদুজ্জামান শুভ, সহ সাময়িক পদস্থ কর্মকর্তা সহ উপকার ভোগীরা উপস্থিত ছিলেন।
প্রধান অতিথি,র বক্তব্যে মাটিরাঙ্গা জোন অধিনায়ক লেঃ কর্ণেল মো. কামরুল হাসান, পিএসসি বলেন, পার্বত্যাঞ্চলে মানুষের আর্থ-সামাজিক উন্নয়ন ও শান্তি সম্প্রীতি উন্নয়নে বাংলাদেশ সেনাবাহিনী আন্তরিকতার সহিত কাজ করে যাচ্ছে জানিয়ে তিনি আরো বলেন, অত্র জোনের দায়িত্বপূর্ণ এলাকার জনসাধারনের মাঝে মাটিরাঙ্গা জোন কর্তৃক এই ধরণের মানবিক কার্যক্রম ইতিবাচক সাড়া ফেলেছে। উক্ত মানবিক সহায়তা প্রদান কর্মসূচী শেষে জোন কমান্ডার উপস্থিত সকলের উদ্দেশ্যে বলেন বাংলাদেশ সেনাবাহিনী শুরু থেকে বিভিন্ন মানবেতর চাহিদা পরিপূরণের মাধ্যমে সাধারণ মানুষের পাশে আছে। আগামীতেও এ ধারা অব্যাহত রাখতে সর্বদা সচেষ্ট থাকবে বলে জানান তিনি।