খাগড়াছড়ি জেলার মানিকছড়ি উপজেলার যোগ্যাছোলা ইউনিয়নের ৮নং ওয়ার্ডের গরমছড়ি এলাকায় অবৈধ মাদকদ্রব্য দেশীয় তৈরী ৩২লিটার চোলাইমদ সহ সুমন চাকমা (২৭) কে আটক করেছে মানিকছড়ি থানা পুলিশ।
শুক্রবার (২মে ২০২৩ইং) রাত ১২.৫০মিনিটের দিকে গোপন সংবাদের ভিত্তিতে মানিকছড়ি থানার উপ-পরিদর্শক (এসআই) আশিকুল ইসলাম এর নেতৃত্বে সঙ্গীয় ফোর্সসহ মানিকছড়ি থানাধীন ৩নং যোগ্যাছোলা ইউনিয়নের ৮নং ওয়ার্ডের গরমছড়ি সাকিনস্থ খাগড়াছড়ি স্বাগতম সাইনবোর্ডের অনুমান ৩০০ গজ উত্তরে খাগড়াছড়ি টু চট্টগ্রামগামী আঞ্চলিক মহাসড়কের পূর্ব পাশ থেকে ৩২লিটার অবৈধ মাদকদ্রব্য দেশীয় তৈরী চোলাইমদ সহ সুমন চাকমা (২৭) কে আটক করা হয়।
গ্রেফতারকৃত আসামী সুমন চাকমা (২৭), রাঙ্গামাটি জেলার লংগদু উপজেলার ০৫নং ভাসান্যাদম ইউনিয়নের প্রেম কুমার চাকমা,র ছেলে।
মানিকছড়ি থানার অফিসার ইনচার্জ (ওসি) মো:আনচারুল করিম জানান গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে নিয়মিত মামলা রুজু প্রক্রিয়াধীন। আসামীকে বিধি মোতাবেক যথাসময়ে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হবে।