মিথ্যা ও বানোয়াট মামলা হতে খালাস পেলো স্থানীয় দুই সাংবাদিক
২০২১ সালে জেলা মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তরের করা বানোয়াট ও উদ্দেশ্য প্রনোদিত ভাবে করা মাদক মামলা থেকে খালাস পেয়েছে স্থানীয় দুই সংবাদ কর্মী সাইফুল ইসলাম সুমন ও ইমরান। বুধবার (২৩ অক্টোবর) নারায়ণগঞ্জ জেলা চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আবদুর রহমানের আদালতে আসামিদের উপস্থিতি’তে বিচারক এ রায় দেন।
জানা গেছে, ২০২১ সালের ১২ মে জেলা মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ- পরিদর্শক মোশাররাফ হোসেন সঙ্গীয় ফোর্সসহ ফতুল্লার তল্লা এলাকা হতে ১২০০ পিস ইয়াবা টেবলেটসহ সাইফুল ইসলাম সুমন(২৬) ও ইমরান হোসেন(২৩) দের আটক করেন।
আদালত সূত্রে জানা গেছে, জেলা মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তরের করা মামলায় ৫ জন সাক্ষীদের সাক্ষ্য শেষে রাস্ট্র পক্ষ অভিযোগ প্রমাণ করতে না পারায় দু’জন আসামির উপস্থিতি’তে বিচারক মো. আবদুর রহমানের আদালতে খালাস প্রদান করে রায় ঘোষণা করেন।
এ বিষয় আসমিদের পক্ষের আইনজীবি এডভোকেট মো. মোহসীন শেখ বলেন, মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তরের করা মামলা মিথ্যা ও বানোয়াট। এর আগে সংবাদ প্রকাশের জের ধরে মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তরের তৎকালীন কর্মরত উপ- পরিদর্শক মোশাররাফ ও সিপাহী বেলায়েত স্থানীয় সংবাদ কর্মী সাইফুল ইসলাম সুমন ও ইমরান হোসেনের উপর ক্ষিপ্ত হয়। পরে শহরের শীর্ষ মাদক কারবারি তল্লা এলাকার শাহীন ওরফে বরিশাইল্লা শাহীনের মাধ্যমে ডেকে নিয়ে ১২শ’ পিছ ইয়াবা টেবলেট দিয়ে মামলায় ফাঁসায়। সে মামলায় রাস্ট্র পক্ষের ৫ জন সাক্ষীদের সাক্ষ্য শেষে আজ বুধবার (২৩ অক্টোবর) বিচারক দু’জন আসামিকে খালাস প্রদান করেন।
তিনি আরও বলেন, আসামি’রা দীর্ঘদিন ধরে নারায়ণগঞ্জের স্থানীয় বিভিন্ন পত্রিকা ও অনলাইন মাধ্যমে কাজ করে আসছে।
এর মধ্যে আসামি সাইফুল ইসলাম সুমন নারায়ণগঞ্জের শীর্ষ স্থানীয় দৈনিক সংবাদচর্চা পত্রিকায় শহর প্রতিনিধি হিসেবে কর্মরত ছিলেন। এছাড়াও, বিভিন্ন অনলাইন নিউজ পোর্টাল দৈনিক শিরোনাম, বাংলাদেশ কথা, বেঙ্গল রিপোর্টসহ একাধিক মাধ্যমে কাজ করেন। বর্তমানে সাইফুল ইসলাম সুমন দৈনিক শীতলক্ষ্যা অনলাইন নিউজ পোর্টালের বার্তা- সম্পাদক পদে কর্মরত রয়েছে। অন্যদিকে আরেকজন ইমরান পূর্বে বাংলাদেশ কথা ও দৈনিক শীতলক্ষ্যা অনলাইন নিউজ পোর্টালে কর্মরত ছিলেন। বর্তমানে দৈনিক শীতলক্ষ্যা অনলাইন ও কালের নারায়ণগঞ্জ অনলাইন নিউজ পোর্টালে কর্মরত রয়েছে।