মিরকুন্ডী এভারগ্রীন ফাউন্ডেশনের পক্ষ থেকে ঈদ সামগ্রী বিতরণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২১ এপ্রিল) সকাল ১০ টায় মিরকুন্ডী গ্রীন এভার কার্যালয়ে সামনে এ শতাধিক অসহায় মানুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করা হয়েছে।
এভারগ্রীন ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক শাহ আলম বলেন, এভারগ্রীন ফাউন্ডেশন সেবামূলক প্রতিষ্ঠান। আপনাদের মতো সবাইকে পাশে নিয়ে চলতে চাই। আপনাদের খুশিই আমাদের খুশি। আপনারা আমাদের পাশে থাকবেন।
ঈদ সামগ্রী বিতরণ ও আলোচনা সভায় বন্দর ইউনিয়ন পরিষদের সাবেক ৪নং ওয়ার্ড মেম্বার আব্দুল মান্নানের সভাপতিত্বে ও মিরকুন্ডী কেন্দ্রীয় জামে মসজিদের সভাপতি মুজিবুর রহমানের সঞ্চালনায় এসময় উপস্থিত ছিলেন এভারগ্রীন ফাউন্ডেশনের সহ-সভাপতি আমির হোসেন, নুরুজ্জামান, ইউসুফ, সাধারণ সম্পাদক শাহ আলম ও কোষাধ্যক্ষ মোকলেছ।
এছাড়াও উপস্থিত ছিলেন উত্তর মিরকুন্ডী জামে মসজিদে ইমান মাসুম বিল্লাহ, মিরকুন্ডী উচ্চ বিদ্যালয়ের শিক্ষক এমদাদ, মিরকুন্ডী কেন্দ্রীয় জামে মসজিদের খতিব নুরুল ইসলাম, জাকির হোসেন, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজ সেবক বাদল প্রমূখ।
আলোচনাসভা শেষে শতাধিক অসহায় পরিবারের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করা হয়। ঈদ সামগ্রী মধ্যে রয়েছে গরুর মাংস, চাল,সেমাই ও চিনি।
