খাগড়াছড়ি জেলার মাটিরাঙ্গা মেয়র কাপ ক্রিকেট টুর্নামেন্ট ২০২৩ এর শুভ উদ্বোধন করেন মাটিরাঙ্গা জোন কমান্ডার লেঃ কর্ণেল মোঃ কামরুল হাসান পিএসসি।

বৃহস্পতিবার (৬ জুলাই ২০২৩ইং) বিকেলে মাটিরাঙ্গা সরকারি মডেল উচ্চ বিদ্যায়লের মাঠে মাটিরাঙ্গা পৌরসভার আয়োজনে মেয়র কাপ ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠানে মাটিরাঙ্গা পৌর মেয়র মো: শামছুল হকের ও সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাটিরাঙ্গা জোন কমান্ডার লেঃ কর্ণেল মোঃ কামরুল হাসান পিএসসি।

এসময় মাটিরাঙ্গা পৌরসভার সকল কাউন্সিলর, রাজনৈতিক নেতৃবৃন্দও এ উপস্থিত ছিলেন।

 

উদ্বোধনী খেলায় খাগড়াছড়ি একাদশ বনাম মুসলিম পাড়া একাদশ খেলায় অংশগ্রহণ করেন।

 

সভাপতি,র বক্তব্যে মাটিরাঙ্গা পৌরসভার মেয়র মো: শামছুল হক বলেন, খেলাধূলা মাদক থেকে যুব সমাজ কে দূরে রাখে। মাটিরাঙ্গা পৌর বাসীকে মাদকমুক্ত রাখতে ভবিষ্যতেও এ ধরনের টুর্নামেন্টের আয়োজন করার আশ্বাস দেন তিনি।

প্রধান অতিথি,র বক্তব্যে মাটিরাঙ্গা জোন কমান্ডার লেঃ কর্ণেল মো: কামরুল হাসান পিএসসি বলেন, পড়ালেখার পাশাপাশি সকলকে খেলাধুলায় মনোযোগী হওয়ার আহবান জানিয়ে তিনি আরো বলেন, খেলাধুলা মানুষের মনকে প্রফুল্ল করে, যুব সমাজকে মাদকাসক্ত থেকে দূরে রাখে “খেলাধূলায় বাড়ে বল” মাদক ছেড়ে খেলতে চল খেলাধূলা মানুষের মনোবল বাড়ায়, আনন্দ দেয়, ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *