মোঃ নাসির উদ্দিন,স্টাফ রিপোর্টারঃ
ছয় মাস পর জামালপুরের সরিষাবাড়ীতে অবস্থিত যমুনা সার কারখানা কোম্পানি লিমিটেডে (জেএফসিএল) মঙ্গলবার ২০/১২/২২ইং রাত থেকে উৎপাদন শুরু হয়েছে।
জেএফসিএল সূত্রে জানা যায়, দেশের বৃহত্তম দানাদার ইউরিয়া উৎপাদনকারী শিল্পপ্রতিষ্ঠান জেএফসিএলে গত ২১ জুন তিতাস গ্যাসের চাপ কমে যাওয়ায় ইউরিয়া প্ল্যান্ট বন্ধ হয়ে যায়। ফলে কারখানায় সার উৎপাদন বন্ধ হয়ে যায়। তিতাস গ্যাস সরবরাহ দেওয়ায় মঙ্গলবার রাত থেকে আবার সার উৎপাদন শুরু হয়েছে।
ট্রাকচালক ছাহের পালোয়ান বলেন, ছয় মাস সার উৎপাদন বন্ধ থাকায় কষ্টে ছিলাম। এখন আনন্দ লাগছে। আর কষ্ট করন লাগব না।
কারখানার শ্রমিক-কর্মচারী ইউনিয়নের (সিবিএ) সভাপতি মোয়াজ্জেম হোসেন বলেন, দীর্ঘ ছয় মাস পর কারখানায় সার উৎপাদন শুরু হওয়ায় শ্রমিকেরা আনন্দিত।
কারখানার মহাব্যবস্থাপক (চলতি দায়িত্ব) দেলোয়ার হোসেন বলেন, তিতাস গ্যাস সরবরাহ দেওয়ায় মঙ্গলবার রাত থেকে কারখানায় সার উৎপাদন শুরু করা হয়েছে।

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *