বন্দরে যুবলীগ নেতা খান মাসুদের জন্মদিন উপলক্ষে বিভিন্ন মসজিদে মিলাদ মাহফিল ও দোয়া অনুষ্ঠিত হয়েছে।
যুবলীগ নেতা খান মাসুদের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনায় মঙ্গলবার (২ মে) বাদ আছর শরিফ হাসান চিশতীর উদ্যোগে লেজারার্স আবাসিক এলাকা জামে মসজিদ, নাসিক ২২ নং ওয়ার্ড আওয়ামীলীগ নেতা গোলাম সারোয়ার সবুজের উদ্যোগে র্যালী আবাসিক এলাকা শাহ্ সিরাজ জামে মসজিদ, বাড়ইপাড়া পঞ্চয়ায়েত কমিটি ও যুব সমাজের উদ্যোগে বাইতুল হাবিব জামে মসজিদ, রাজিব ও বেবেনের উদ্যোগে লোহার পুকুরপাড় মিয়াপাড়া জামে মসজিদ, আমিন আবাসিক এলাকা পঞ্চায়েত কমিটির উদ্যোগে আল-আমিন জামে মসজিদ ও বন্ধু মহলের উদ্যোগে বন্দর ১নং খেয়াঘাট সংলগ্ন বেবীস্ট্যান্ড গাউছুল আজম জামে মসজিদে এ দোয়া অনুষ্ঠিত হয়।
এছাড়াও দোয়ায় অংশগ্রহণ করেন,বন্দর থানা যুবলীগ ডালিল হায়দার,শেখ মমিন,বাপ্পি পাঠান,উজ্জ্বল আহমেদ,মো: রাজিব, উজ্জ্বল আলী, হেলাল মৃধা, শেখ মাঈনু, মোহসীন, আল-মামুন, সায়মন খান,সোহাগ, রতন,রহিম প্রমুখ।