রাজশাহীতে অভিযানের সময় মিথ্যা কথা বলায় ডিমের দোকান বন্ধ
এদিকে মূল্য তালিকা ও ক্রয় রশিদ না থাকায় রাজশাহীর সাহেব বাজারের পাইকারি ও খুচরা ডিমের দোকান গুলোতে অভিযান পরিচালনা করেছে ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর। আজ শুক্রবার বেলা ১১টায় অভিযান পরিচালনা করে রাজশাহী জেলার জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর কার্যালয়ের সহকারী পরিচালক মাসুম আলী। ঘন্টা ব্যাপী অভিযান পরিচালনায় মোট তিনটি প্রতিষ্ঠানকে ১৩ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়াও অন্যান্য ব্যবসায়ীদেরকে সতর্কতামূলক দিকনির্দেশনা প্রদান করা হয়। এ সময় মেসার্স মারুফ এন্টারপ্রাইজকে ৫ হাজার টাকা, সেলিম এন্টারপ্রাইজকে ৭ হাজার টাকা ও পিন্টু স্টোরকে এক হাজার টাকা জরিমানা করা হয়। ডিমের বাজারে অসাধু ব্যবসায়ীদের বিরুদ্ধে তদারকিমূলক এ অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছেন জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর।