রাজশাহী মহানগরীতে আরডিএর অনুমোদিত সর্বোচ্চ ১৯ তলা বিশিষ্ট ভবন রয়েছে লক্ষ্মীপুরে। তার নিচে আরো শতাধিক ভবন রয়েছে ১০ তলার উপরে। ৬ তলার উপরে কোন ভবন নির্মান করতে হলে ফায়ার সার্ভিসের অনুমোদন লাগে। যেহেতু ফায়ার সার্ভিসের অগ্নি নির্বাপনের ব্যবস্থাপনা এবং সক্ষমতা ৬ তলার উপরে নেই সে কারণে বহুতল ভবন অগ্নি নিরাপত্তা ঝুঁকি মেনে নির্মাণ করতে হয়। অথচ আইন না মেনে, নকশা বহির্ভূতভাবে নগরীতে একের পর এক বহুতল ভবন নির্মাণ করা হচ্ছে। নানা ধরনের কারসাজির মাধ্যমে এসব ত্রুটিপূর্ণ ভবনের অ্যাপার্টমেন্ট গুলো কেউ কেউ বিক্রিও করছেন চড়া দামে। পরবর্তীতে মামলা মোকদ্দমা এবং নানা ধরনের ঝামেলায় পড়ে অনেকেই সর্বস্বান্ত হচ্ছেন। বিধিবহির্ভূতভাবে নির্মিত প্রায় আশিটি ভবনের বিরুদ্ধে মামলা করেও ভবন নির্মাণে বেআইনি কর্মকাণ্ড বন্ধ করতে পারছে না রাজশাহী উন্নয়ন কর্তৃপক্ষ। সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যাপার হলো, রাজশাহীতে ফায়ার সার্ভিসের অগ্নি নির্বাপক ব্যবস্থা ৫তলার উপর নেই। তাহলে আগুন লাগলে বহুতল ভবনের বাসিন্দাদের কি হবে?