বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও রাজশাহী সিটি কর্পোরেশনের মাননীয় মেয়র জনাব এ.এইচ.এম খায়রুজ্জামান লিটন পবিত্র ঈদ-উল-ফিতরের নামাজ আদায় করেছেন।
শনিবার সকাল ৮ টায় রাজশাহী মহানগরীর হযরত শাহ মখদুম কেন্দ্রীয় ঈদগাহে প্রধান জামাতে ঈদের নামাজ আদায় করেনঃ-
রাজশাহী সিটি মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন সহ সাবেক মেয়র মিজানুর রহমান মিনু।
ঈদের নামাজে আরো উপস্থিত ছিলেনঃমোসাদ্দেক হোসেন বুলবুল। রাজশাহী বিভাগীয় কমিশনার জিএসএম জাফর উল্লাহ। রাজশাহী জেলা প্রশাসক শামীম আহমেদ।
রাজশাহীর হযরত শাহ মখদুম কেন্দ্রীয় ঈদগাহে প্রধান জামাতের ইমামতি করেন জামিয়া ইসলামিয়া শাহ মখদুম মাদ্রাসার অধ্যক্ষ মুফতি শাহাদাত আলী।
ঈদের নামাজ শেষে রাজশাহী মহানগরবাসীসহ দেশ ও জাতির কল্যান কামনা করে দোয়া ও মোনাজাত করা হয়।
ঈদের নামাজের পর মুসল্লীদের সাথে কুশল ও ঈদ শুভেচ্ছা বিনিময় করেন রাসিক মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন ও সাবেক মেয়র মিজানুর রহমান মিনু সহ অন্যান্য মুসলিম গনরা।