আসন্ন রাজশাহী সিটি কর্পোরেশন নির্বাচন উপলক্ষে বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত ও ১৪ দল সমর্থিত মেয়র প্রার্থী জননেতা এ এইচ এম খায়রুজ্জামান লিটনের নির্বাচনী প্রতীক নৌকার পক্ষে দুইশত চার্জার রিক্সা ও চালক নিয়ে নির্বাচনী প্রচারণা র‍্যালী করেছে জাতীয় রিক্সা-ভ্যান শ্রমিক লীগ রাজশাহী মহানগর শাখার সাধারণ সম্পাদক আমিরুল হোসেন শান্ত । র‍্যালিটি রবিবার দুপুর ৩ টায় নগরীর বর্ণালীর মোড় রাজীব চত্বর হতে শুরু হয়ে, ঐতিহ্য চত্বর, লক্ষ্মীপুর মিন্টু চত্বর, সিএনবির মোড়, সদর হাসপাতালের মোড়, মনি চত্তর, সাহেব বাজার, রানী বাজার, সাগরপাড়া বটতলার মোড়, স্বচ্ছ টাওয়ারের মোড়, পঞ্চবটি, তালাইমারী শহীদ মিনার, তালাইমারির মোড়, ভদ্রার মোড় হয়ে বিকাল ৪:১৫ মিনিটে রাজশাহী রেলওয়ে স্টেশনে এসে শেষ হয়। জাতীয় রিক্সা-ভ্যান শ্রমিক লীগ রাজশাহী মহানগর শাখার আয়োজনে উক্ত র‍্যালিতে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগ রাজশাহী মহানগর শাখার শ্রম বিষয়ক সম্পাদক আব্দুস সোহেল, জাতীয় শ্রমিক লীগ রাজশাহী মহানগর শাখার সভাপতি (ভারপ্রাপ্ত) আলহাজ্ব ওয়ালি খান, সহ-সাংগঠনিক সম্পাদক রাশেদুজ্জামান রাশেদ অর্থ সম্পাদক আফজাল হোসেন, ক্রিয়া ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক এনামুল হক অনু, কার্যনির্বাহী সদস্য শরিফুল ইসলাম সাগর, বিএমডিএ কর্মচারী ইউনিয়ন এর সাধারণ সম্পাদক মোঃ জীবন, জাতীয় রিক্সা-ভ্যান শ্রমিক লীগ রাজশাহী মহানগর শাখার সহ-সভাপতি কাজিমুদ্দিন, বাশেদ আলী ও মুরাদ হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক জিব্রীল আমীন সনেট, সাংগঠনিক সম্পাদক রাজিব হোসেন, অর্থ সম্পাদক পিন্টু, দর কষাকষি সম্পাদক রবিউল ইসলাম রবি, ক্রীড়া সম্পাদক শফিকুল ইসলাম, কার্য নির্বাহী সদস্য বিচ্ছেদ, রাজশাহী মহানগর ইজিবাইক শ্রমিক ইউনিয়নের কার্য নির্বাহী সদস্য আরিফুল ইসলাম খাজাসহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *