রাজশাহী জেলা ক্রীড়া সংস্থার ব্যবস্থাপনায় ও জেলা বাস্কেটবল সমিতির উদ্দ্যোগে রাজশাহী জেলা জিমনাসিয়ামে ৮টি ক্লাব নিয়ে দীর্ঘ তিনবছর পর প্রিমিয়ার ডিভিশন বাস্কেটবল লীগের যাত্রা শুরু হয়েছে।
মঙ্গলবার (১৮ জুলাই) উদ্বোধনী দিনের খেলায় ঈগলেটস ক্লাব ৭৪-১৯ পয়েন্টে টাউন ক্লাবের হারিয়ে জয়ের যাত্রা শুরু করে। আজকের খেলায় উপশহর স্পোর্টিং ক্লাব, আলতাফ স্মৃতি সংঘ, মেট্রোপলিটন ক্লাব ও সিপাইপাড়া স্পোর্টিং ক্লাব অংশ নেবে।

এই লীগের উদ্বোধন করেন রাজশাহী বিভাগীয় কমিশনার ও প্রাক্তন ফুটবলার জি এস এম জাফরউল্লাহ এনডিসি। এর আগে তিনি বলেন ইতিপুর্বে রাজশাহীতে আসার পর থেকে অনেক খেলায় আমি উদ্বোধন করেছি আর বিদায়লগ্নে এটিই হয়তো আমার শেষ উদ্বোধন। তবে স্মৃতিগুলি আমাকে গ্রীণসিটি হেলদি সিটি রাজশাহীর চাকরী জীবনের কথা বার বার স্বরণ করে দিবে।
এছাড়াও তিনি বলেন ছাত্র জীবনে লেখাপড়ার পাশাপাশি ঢাকায় অনু্িষ্টত পাওনিয়ার ফুটবল লীগে ফেমাস স্পোর্টিং ক্লাবের পক্ষে ফুটবল ফেডারেশনের সভাপতি কাজী সালাউদ্দিন এর সাথে ফুটবল খেলায় অংশ গ্রহন করেছি । খেলাধুলার মধ্য দিয়ে একজন খেলোয়াড় দেশের পরিচিতি বিশ্বদরবারে তুলে ধরতে পারে যা আমরা পারিনা। তাই আমি চাই তোমরাও একদিন ভালো খেলা উপহার দিয়ে দেশের নাম বিশ্ব দরবারে উজ্জল করে তুলবে আর সন্ত্রাস ও মাদকমুক্ত সমাজগড়তে পারবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন। এ সময় সভাপতির বক্তব্যে দেন জেলা প্রশাসক ও রাজশাহী জেলা ক্রীড়া সংস্থার সভাপতি শামীম আহমেদ।
অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে দেন বাংলাদেশ বাস্কেটবল ফেডারেশনের যুগ্ম-সম্পাদক মোঃ খায়রুল আলম ফরহাদ, রাজশাহী জেলা ক্রীড়া সংস্থার সাধারন সম্পাদক মোঃ ওয়াহেদুন নবী, জেলা ক্রীড়া অফিসার মোঃ জাহাঙ্গীর হোসেন ও ৮নং ওয়ার্ড কাউন্সিলর মোঃ জানে আলম খান ও বিশিষ্ট ব্যবসায়ী মোঃ মঈনুদ্দিন ফরহাদ। এ সময় অংশ গ্রহনকারী দলের খেলোয়াড় ও কর্মকর্তাগন উপস্থিত ছিলেন।