রাজশাহীতে মহানগরীতে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের আয়োজনে ১২-১৫ জুলাই ৪ দিনব্যাপী পুলিশ কমিশনার’স কাপ টেনিস টুর্নামেন্ট-২০২৩ এর উদ্বোধন হয়েছে।
আজ ১২ই জুলাই ২০২৩ খ্রিষ্টাব্দ সন্ধ্যায় অ্যাডভোকেট আব্দুস সালাম টেনিস কমপ্লেক্স-এ রাজশাহী রেঞ্জের সম্মানিত ডিআইজি জনাব মো: আব্দুল বাতেন, বিপিএম, পিপিএম মহোদয় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে টুর্নামেন্টের উদ্বোধন করেন । অনুষ্ঠানের সভাপতিত্ব করেন আরএমপি’র সম্মানিত পুলিশ কমিশনার জনাব মো: আনিসুর রহমান, বিপিএম (বার), পিপিএম (বার) মহোদয়।
এসময় আরোও উপস্থিত ছিলেন রাজশাহীস্থ বিভিন্ন পুলিশ ইউনিটের খেলোয়াড়, অন্যান্য খেলোয়াড় ও টেনিস কমপ্লেক্সের কর্মকর্তাবৃন্দ।