রাজশাহীতে পৃথক তিন স্থানে অভিযানে চালিয়ে বিপুল পরিমান জাল নোট-সহ ২জন, ফেনসিডিল, ইয়াবা ট্যাবলেট ও গাঁজা-সহ দুইজন মাদক কারবারীকে গ্রেফতার করেছে র‌্যাব-৫।

শনিবার (৮এপ্রিল) দিনগত রাত থেকে শুরু করে রবিবার (৯ এপ্রিল) দিনভর অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

এর মধ্যে, রবিবার (৯ এপ্রিল) বিকাল ৩টায় রাজশাহীর বাগমারা থানাধীন ভবানীগঞ্জ এলাকা থেকে ১ লাখ ১হাজার ৫০০শত টাকার জাল নোটসহ দুইজন অসাধু ব্যক্তিকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলো: রাজশাহী জেলার বাগমারা থানাধীন সূর্যপাড়া (দক্ষিণ পাড়া) গ্রামের আফজালের ছেলে মোঃ ইমাম হাসান (২০) ও মোঃ সাইফুল ইসলামের ছেলে মোঃ শিহাব ইসলাম (২১)।

অপর এক অভিযানে, রবিবার (৯ এপ্রিল) দুপুর পৌনে ১টায় চারঘাট থানাধীন শিবপুর এলাকার মোঃ বাবলু মন্ডল (৩৫) নামের এক মাদক কারবারির বসতবাড়ীতে অভিযান চালায় র‌্যাব-৫। এ সময় তার বসতঘর থেকে ২০০ বোতল আমদানী নিষিদ্ধ ভারতীয় ফেনসিডিল-সহ করা হয়। সে চারঘাট থানাধীন শিবপুর এসকে বাদাল গ্রামের মোঃ বাদল মন্ডলের ছেলে।

এছাড়াও, শনিবার (৮ এপ্রিল) রাত সাড়ে ৯টায় রাজশাহীর চারঘাট থানাধীন ইফসুফপুর গ্রামে অভিযান চালিয়ে ৭৮৮ পিস ইয়াবা ও ১০ গ্রাম গাঁজা-সহ মোঃ শাহিন আলম জনি (৪০) নামের এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে র‌্যাব-৫। সে চারঘাট থানাধীন ইউসুফপুর গ্রামের সামছুল আলমের ছেলে।

রবিবার (৯ এপ্রিল) সন্ধায় র‌্যাব-৫, রাজশাহীর মোল্লাপাড়া ক্যাম্পের পাঠানো এক প্রেস বিজ্ঞাপ্ততে এ তথ্য নিশ্চিত করা হয়।

র‌্যাব জানায়, শনিবার (৮ এপ্রিল) রাত থেকে শুরু করে রবিবার (৯ এপ্রিল) দুইজন জাল নোট কারবারী ও দুইজন মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট ধারায় মামলা দায়ের করা হয়েছে। পরে তাদের সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে বলেও জানায় র‌্যাব।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *