রাজশাহীতে ভাষাসৈনিক মনোয়ারা রহমান ও পিনুর মৃত্যুবার্ষিকী পালিত।
রাজশাহীতে ভাষাসৈনিক মনোয়ারা রহমানের ১৪তম মৃত্যুবার্ষিকী ও তার সন্তান শহীদুর রহমান পিনুর ৫ম মৃত্যুবার্ষিকী পালন করা হয়েছে। শনিবার (৮ এপ্রিল) বেলা ৩টায় নগরীর সাহেব বাজার জিরো পয়েন্ট রাজশাহী প্রেসক্লাব চত্বরে এক স্মরণ সমাবেশের মধ্য দিয়ে এ মৃত্যুবার্ষিকী পালন করা হয়। রাজশাহী প্রেসক্লাব ও উত্তরবঙ্গের সর্ববৃহৎ অরাজনৈতিক স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠন জননেতা আতাউর রহমান স্মৃতি পরিষদ যৌথভাবে এ সমাবেশের আয়োজন করে।
সংগঠন দুটির সভাপতি সাইদুর রহমানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মো. আসলাম-উদ-দৌলার সঞ্চালনায় এ সমাবেশ অনুষ্ঠিত হয়। ইউজিসির মিটিংয়ে অংশ নিতে ঢাকায় অবস্থান করায় সমাবেশে ভার্চুয়ালি যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্য দেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. গোলাম সাব্বির সাত্তার। প্রধান আলোচকের বক্তব্য দেন রাজশাহী প্রেসক্লাবের আজীবন সদস্য আহমদ শফি উদ্দিন। বিশেষ অতিথির বক্তব্য দেন রাজশাহী প্রেসক্লাবের আজীবন সদস্য গোলাম সারওয়ার।
এ সময় অন্যান্যের মাঝে বক্তব্য দেন- রিপোর্টাস্ ইউনিটি(আরআরইউ) প্রেসক্লাবের সভাপতি আব্দুল মুগনী নিরো রাজশাহী বারের সাবেক যুগ্ম সম্পাদক অ্যাডভোকেট সিরাজী শওকত সালেহীন এলেন, বিশিষ্ট পরিবেশবিদ কাজী রকিব উদ্দিন, বিটিসি নিউজের সম্পাদক খন্দকার মোস্তাফিজুর রহমান রেজা প্রমুখ।
সমাবেশে রাজশাহী প্রেসক্লাবের যুগ্ম সম্পাদক জামাল
সিনিয়র রিপোর্টার মোঃ শিবলী সাদিক, ভোরের পাহাড় পত্রিকার স্টাফ রিপোর্টার মোঃ সিদ্দিকুর রহমান বাবু,
জননেতা আতাউর রহমান স্মৃতি পরিষদের আহবায়ক সাগর নোমানী, সদস্য সচিব সাজেদুর হক টিটু, বাংলাদেশ মফস্বল সাংবাদিক সোসাইটি মহানগর সাংগঠনিক সম্পাদক জুবায়ের আলম রাজন, প্রচার সম্পাদক সালাহ উদ্দিন আহমেদ সোহাগ, যুগ্ম সাধারণ সম্পাদক রাশেদুল নবী রাবু, সহ- সাংগঠনিক সম্পাদক সামিউল ইসলাম সামু, সাংবাদিক আমানুল্লাহ আমান, ২৫ নম্বর ওয়ার্ড আহবায়ক মো. ইফসুফ, সিনিয়র সদস্য মো. মাজেদুর, পাদুকা ব্যবসায়ী নেতা মো. রিপন, স্মৃতি পরিষদ সদস্য জামিল হোসেন জনি, আল-আমিন হোসেন, রাতুল সরকার, রুকাইয়া চৌধুরী, ইফফাত আরা মমি, আরিফুল ইসলাম, আইয়ুব আলী তালুকদার, ইকবাল হাসান টাইগার, মিজানুর রহমান প্রমুখ।
সমাবেশে বক্তারা বলেন, মনোয়ারা রহমান দেশের নারীমুক্তির প্রকৃত পথিকৃৎ। মানবতাবাদী এ সমাজসেবী ছিলেন আজীবন আত্মত্যাগী। সারাজীবন মানুষের জন্য; বিশেষভাবে নারীদের জন্য কাজ করে গেছেন তিঁনি। এ গুণীজনকে স্মরণ করা আমাদের দায়িত্ব। তিঁনি যুগযুগ বেঁচে থাকবেন লাখো মানুষের হৃদয়ে। এ সময় বক্তারা প্রয়াত এ ভাষাসৈনিকের সন্তান শহীদুর রহমান পিনুকে স্মরণ করেও স্মৃতিচারণমূলক বক্তব্য দেন।