রাজশাহীতে স্বাধীনতা সংগ্রামের ভুয়া সার্টিফিকেট, বাংলাদেশ-ভারত-পাকিস্তানের জাল স্ট্যাম্প, সরকারি কর্মকর্তাদের সিলসহ দুইজনকে গ্রেফতার করেছে র‍্যাব-৫।

সোমবার সন্ধ্যায় রাজশাহী নগরীর পূর্ব মোল্লাপাড়া এলাকায় অভিযান চালিয়েছে র‍্যাব।

এক সংবাদ বিজ্ঞপ্তিতে এতথ্য জানায় র‍্যাব।
গ্রেফতারকৃতরা হলেন, মোল্লাপাড়া এলাকার মৃত কাবিল উদ্দিনের ছেলে আনিছুর রহমান ওরফে রেজাউল করিম (৬৬) ও বুলনপুর এলাকার রাজিব হোসেনের ছেলে রেজওয়ানুল ইসলাম সাকিন (২২)।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ১৪টি স্বাধীনতা সংগ্রামের ভুয়া সার্টিফিকেট, ১৫টি জয় বাংলা লেখা ফাঁকা সার্টিফিকেট বাংলাদেশী স্ট্যাম্প দুই হাজার ৫৪৮টি, পাকিস্তানী বিভিন্ন অঙ্কের মোট ৮৩৩ টি স্ট্যাম্প, ভারতীয় বিভিন্ন অঙ্কের ২৫৩ টি স্ট্যাম্প, জাল-জালিয়াতির কাজে ব্যবহৃত বিভিন্ন সরকারি কর্মকর্তার নামীয় ও পদবী সম্বলিত ভুয়া সীল ২০৫টি বাংলাদেশের রাষ্ট্রীয় মনোগ্রাম সম্বলিত লোহার পাত ২টি ও পাকিস্তানের রাষ্ট্রীয় মনোগ্রাম সম্বলিত লোহার পাত ২টি জালিয়াতির কাজে ব্যবহৃত দোয়াত কলম ৩টি, দোয়াত কালি ১টি, স্ট্যাম্প প্যাড ১টি, মোবাইল ২ টি, সীমকার্ড ৪টি জব্দ করা হয়।

 

আসামীর বিরুদ্ধে রাজশাহী মহানগরীর রাজপাড়া থানায় জাল-জালিয়াতি ও প্রতারণা আইনে মামলার দায়ের করা হয়েছে বলে জানিয়েছে র‍্যাব‌। তাদের থানার মধ্যেমে কোর্টেও পাঠানো হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *