রাজশাহী কাটাখালি পৌরসভা এলাকায় অবস্থিত দেওয়ান পাড়ার মোড় হতে ডান দিকের রাস্তা দিয়ে সাহাপুর বালুরঘাট যাবার রাস্তা।
এই রাস্তা দিয়ে প্রতিনিয়ত ভাবে বালুরঘাট থেকে বালু বোঝাই ট্রাক যাওয়া আসা করে। তবে আপনারা যে রাস্তাটি দেখছেন এই রাস্তাটি রাজশাহী শহরের প্রধান রাস্তা বলেই ধারণা করা হয়।
রাজশাহী শহর থেকে ঢাকা চিটাগাং সহ অন্যান্য শহরে যাবার মেইন রাস্তায় এটা। সামনে সাহাপুর বালুরঘাট থাকায় বালুর ট্রাক বুঝায় করে প্রতিদিন অনেক ট্রাক এই রাস্তা দিয়ে যাওয়া আসা করতে দেখা যাচ্ছে।
মাঝেমধ্যেই এই এলাকায় সড়ক দুর্ঘটনা ঘটতে দেখা যায়। একটু বৃষ্টি হলেই এই রাস্তা দিয়ে যাওয়া আসা করার মত কোন উপায় থাকে না।
আপনারা দেখছেন এই রাস্তায় বালু ট্রাক যাওয়া আসার কারণে যে পরিমাণে কাঁদা বালি হয়ে থাকে যে কোন মুহূর্তে এই দেওয়ান পাড়ার মরে বড় আকারের সড়ক দুর্ঘটনা ঘটতে পারে।
প্রতিনিয়ত ভাবে এই এলাকার সাধারণ মানুষজন অনেক কষ্টের সাথে চলাফেরা করে থাকেন। এই এলাকার সাধারণ জনগণ বলেন সাহাপুর বালুরঘাটে যারা বালুর ব্যবসা করছেন তারা যদি এই রাস্তাটার দিকে খেয়াল করে তাহলে এই রাস্তাটার এতটা ভয়ানক অবস্থা হয় না।
আরেকজন পথচারী বলেন এই রাস্তাটার এখন যে অবস্থা হয়ে আছে তাতে করে শহর থেকে অনেক বড় বড় বাস ট্রাক ও মোটরসাইকেল প্রতিদিন যাওয়া আসা করে থাকেন চালকের একটু অসাবধানতার কারণে অনেক বড় একটি দুর্ঘটনা ঘটে যেতে পারে বলেই জানা যায়।
শুধু তাই নয় শুকনো মৌসুমেও এই ঘাট দিয়ে যখন বালু বোঝাই ট্রাক শহরের দিকে ঢুকে তখন ট্রাকের উপরে কোন রকম পদ্মা বা সামিয়ানা কিংবা ত্রিপাল দেয়া থাকে না।
যার কারণে অন্যান্য যান -বহন চলাচল করতে অনেক সমস্যার মধ্যে পড়তে হয়।
দেওয়ানপাড়া মোড়ের এলাকাবাসী বিশেষভাবে সাহাপুর বালু ব্যবসায়ীদের কাছে অনুরোধ করেছেন এই রাস্তাটি খুব দ্রুত পরিষ্কার করার জন্য।
তারা বলেন বালুর ব্যবসা করতে গিয়ে সাধারণ মানুষকে হয়রানি করা যাবে না। দেওয়ানপাড়া বাসী পরিবেশ অধিদপ্তরের উদ্ধনতন কর্মকর্তার কাছে অনুরোধ করেছেন এই রাস্তাটি যেন দ্রুতভাবে পরিষ্কার রাখার জন্য সাহাপুর বালুরঘাট ব্যবসায়ীদের উদ্দেশ্যে একটি নোটিশ জারি করার জন্য।